চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে মাগরিবের নামাজের জন্য অজু করতে গিয়ে সাপের কামড়ে ৩৫ বছর বয়সী শিক্ষিকা মোতাহরো বগেমের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে পুকুর ঘাটে অজু করার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়।
পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টিকে হালকাভাবে নিলেও অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়।
মৃত শিক্ষিকা মোতাহরো বগেম বাহারছড়া আইডিয়াল প্রি-ক্যাডেটে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসছিলেন। স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মাবুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআর/সবা























