০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা

আমার ছেলে-মেয়ে দেশে, একা সেইফ এক্সিট নিয়ে কি করব?

সম্প্রতি উপদেষ্টারা সেইফ এক্সিট চাচ্ছেন এমন একটি বক্তব্যের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমার ছেলে মেয়ে দেশে৷ আমি একা সেইফ এক্সিট নিয়ে কি করব?

রোববার (১২ অক্টোবর) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বেহাত হওয়া কতগুলো অস্ত্র উদ্ধার হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আইজিপির সঙ্গে কথা বলে পরের সভায় হয়ত জানাতে পারব।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় কেউ যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। তিনি জানান, সব অস্ত্র সব সময় উদ্ধার হয় না, কিছু অস্ত্র বাইরে থাকে। এ কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন হয়। যদি সব অস্ত্র উদ্ধার হয়ে যেত, তাহলে তো আর আইনশৃঙ্খলা বাহিনী লাগত না, নির্বাচন স্বাভাবিকভাবেই হয়ে যেত। কোনো ধরনের অসুবিধা নেই। আল্লাহ চাইলে ভালোভাবে নির্বাচন হবে।

সম্প্রতি এক উপদেষ্টা বলেছেন বর্তমান উপদেষ্টারা সেইফ এক্সিট চান। আপনিও সেইফ এক্সিট চান কি-না? এমন প্রশ্ন উত্তরে উপদেষ্টা বলেন, কে কি চায় সেটা তার তার ব্যক্তিগত বিষয়। আমার ছেলে মেয়ে সবাই দেশে৷ আমি একা সেফ এক্সিট নিয়ে কি করব?

অভিযুক্ত সেনা সদস্যদের সেনাবাহিনীর হেফাজতে রেখেই বিচারকার্য করার কথা উঠছে৷ এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা আছে কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইনে যেটা আছে সেটাই করা হবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা

আমার ছেলে-মেয়ে দেশে, একা সেইফ এক্সিট নিয়ে কি করব?

আপডেট সময় : ০১:৪৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

সম্প্রতি উপদেষ্টারা সেইফ এক্সিট চাচ্ছেন এমন একটি বক্তব্যের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমার ছেলে মেয়ে দেশে৷ আমি একা সেইফ এক্সিট নিয়ে কি করব?

রোববার (১২ অক্টোবর) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বেহাত হওয়া কতগুলো অস্ত্র উদ্ধার হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আইজিপির সঙ্গে কথা বলে পরের সভায় হয়ত জানাতে পারব।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় কেউ যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। তিনি জানান, সব অস্ত্র সব সময় উদ্ধার হয় না, কিছু অস্ত্র বাইরে থাকে। এ কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন হয়। যদি সব অস্ত্র উদ্ধার হয়ে যেত, তাহলে তো আর আইনশৃঙ্খলা বাহিনী লাগত না, নির্বাচন স্বাভাবিকভাবেই হয়ে যেত। কোনো ধরনের অসুবিধা নেই। আল্লাহ চাইলে ভালোভাবে নির্বাচন হবে।

সম্প্রতি এক উপদেষ্টা বলেছেন বর্তমান উপদেষ্টারা সেইফ এক্সিট চান। আপনিও সেইফ এক্সিট চান কি-না? এমন প্রশ্ন উত্তরে উপদেষ্টা বলেন, কে কি চায় সেটা তার তার ব্যক্তিগত বিষয়। আমার ছেলে মেয়ে সবাই দেশে৷ আমি একা সেফ এক্সিট নিয়ে কি করব?

অভিযুক্ত সেনা সদস্যদের সেনাবাহিনীর হেফাজতে রেখেই বিচারকার্য করার কথা উঠছে৷ এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা আছে কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইনে যেটা আছে সেটাই করা হবে।

এমআর/সবা