ঈদগাঁওতে এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীদের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বুধবার বিকেলে ঈদগাঁও বাস স্টেশনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের ডাক দিয়েছে বৃহত্তর ঈদগাঁও এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারী বৃন্দ।
মেসার্স আনু মিয়া সিকদারের পেট্রোল পাম্প এলাকায় আয়োজিত এ মানববন্ধনে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী, খোদাইবাড়ি এ,জি, লুৎফুল কবির আদর্শ বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছৈয়দ, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক দেলাওয়ার হোছাইন সাঈদী প্রমুখ।
বক্তারা ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের প্রতি সমর্থন জানিয়ে ২০% বাড়িভাতা, মেডিকেল ভাতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে পুলিশের হামলার তীব্র প্রতিবাদ করেন। তারা বলেন, এই দাবিগুলো পূরণ না হলে আন্দোলন ও কর্মবিরতি অব্যাহত থাকবে।
এ সময় উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী মানববন্ধনে অংশ নেন। একই দাবিতে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা গত দুই দিন ধরে কর্মবিরতি পালন করছেন।
এমআর/সবা




















