পিআরসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে আজ সকালে খাগড়াছড়ি শাপলা চত্বরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা আমীর মোহাম্মদ ইলিয়াছ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জনাব আব্দুল মান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা সভাপতি ইয়াকুব আলী হোসাইন এবং উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক ইয়াছিন আরাফাত।
বক্তারা বলেন, সরকারের প্রতি দায়িত্বশীল আচরণ করে জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। তারা বলেন, পিআরসহ ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এমআর/সবা




















