নোয়াখালীর চাটখিল উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের ইমন (৩৯) ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষরা ইমনের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে এবং তাকে ও তার পরিবারকে হত্যা ও গুমের হুমকি দেয়। ইমন মৃত আব্দুল মতিন পাটোয়ারীর ছেলে। তিনি এ বিষয়ে চাটখিল থানায় লিখিত অভিযোগ করেছেন।
ইমন জানান, একই বাড়ির দুলাল হত্যা মামলার অন্যতম আসামি আল নাখিলদের সাথে তাদের দীর্ঘদিনের জমিজমা বিরোধ রয়েছে, যা আদালতে বিচারাধীন। এ বিরোধের জের ধরে গত ৯ অক্টোবর দুপুরে নাখিলের নেতৃত্বে ১৫-১৬ জন সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে এবং দেয়াল ভেঙে ফেলে। এতে ইমন ও তার স্ত্রী সুমাইয়া (৩৪) আহত হন। সন্ধ্যায় একই দিন পুনরায় হামলাকারীরা ঘরে অগ্নিসংযোগ করে।
ইমন বলেন, অভিযোগের পর তদন্ত কর্মকর্তা এসআই শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেলেও রহস্যজনকভাবে গড়িমসি করেন। পরে ওসি তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে এসআই সাদিকে দায়িত্ব দেন। তবে অভিযোগ রয়েছে যে মামলা আমলে না নিয়ে পুলিশ উল্টো প্রতিপক্ষ নাখিলের অভিযোগ গ্রহণ করে এবং নাখিলকে বিদেশে পালাতে সহযোগিতা করে। এতে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে ইমন পরিবার।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই সাদি জানিয়েেছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রতিবেদন দাখিল করেছেন। চাটখিল থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআর/সবা



















