০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে যৌন হেনস্তার শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার, গ্রেফতার ১

ভারতের ইন্দোরে এক মোটরসাইকেল আরোহীর হাতে দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার যৌন হয়রানির শিকার হয়েছেন। বৃহস্পতিবার সকালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর কফি খেতে বের হলে এই ঘটনা ঘটে।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, “ইন্দোরে কফিশপে যাওয়ার পথে দলের দুই সদস্যকে এক মোটরসাইকেল আরোহী অশালীনভাবে স্পর্শ করেছে। বিষয়টি দলের নিরাপত্তা কর্মকর্তারা পুলিশে জানিয়েছে এবং পুলিশ বর্তমানে ঘটনাটি তদন্ত করছে।”

ইন্দোর অপরাধ শাখার অতিরিক্ত জেলা পুলিশ কমিশনার রাজেশ দানদোতিয়া জানান, ঘটনার পর দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। “অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাপক অভিযোগ দায়ের করেন। এরপর কৌশলগত অভিযান চালিয়ে অভিযুক্ত আকিলকে গ্রেপ্তার করা হয়। সে খাজরানা এলাকার বাসিন্দা হলেও বর্তমানে আজাদ নগরে থাকে এবং তার বিরুদ্ধে আগেও অপরাধের রেকর্ড রয়েছে।”

তিনি আরও জানান, “ঘটনাটি ২৩ অক্টোবর সকাল ১১টার দিকে ঘটে। ঘটনার ছয় ঘণ্টার মধ্যেই আমরা অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করি। তারা র‍্যাডিসন হোটেল থেকে ক্যাফের দিকে যাচ্ছিলেন।”

মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ) এক বিবৃতিতে গভীর দুঃখ ও নিন্দা প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, “অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড়ের সঙ্গে এই অশোভন আচরণের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। কোনো নারীকে এমন ট্রমার মধ্য দিয়ে যেতে হওয়া উচিত নয়। ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা ও সমর্থন রয়েছে। এই ঘটনা ইন্দোরের ভাবমূর্তি নষ্ট করেছে। আমরা অস্ট্রেলিয়া দলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

অস্ট্রেলিয়া বর্তমানে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেলে তারা শীর্ষস্থান ধরে রাখবে এবং ৩০ অক্টোবর নবি মুম্বাইয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে। তবে হারলে তারা দ্বিতীয় স্থানে নেমে যাবে এবং ২৯ অক্টোবর গৌহাটিতে-তে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনাল খেলতে হবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ছাড়াল দুই লাখ ২৭ হাজার

ভারতে যৌন হেনস্তার শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার, গ্রেফতার ১

আপডেট সময় : ০৭:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

ভারতের ইন্দোরে এক মোটরসাইকেল আরোহীর হাতে দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার যৌন হয়রানির শিকার হয়েছেন। বৃহস্পতিবার সকালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর কফি খেতে বের হলে এই ঘটনা ঘটে।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, “ইন্দোরে কফিশপে যাওয়ার পথে দলের দুই সদস্যকে এক মোটরসাইকেল আরোহী অশালীনভাবে স্পর্শ করেছে। বিষয়টি দলের নিরাপত্তা কর্মকর্তারা পুলিশে জানিয়েছে এবং পুলিশ বর্তমানে ঘটনাটি তদন্ত করছে।”

ইন্দোর অপরাধ শাখার অতিরিক্ত জেলা পুলিশ কমিশনার রাজেশ দানদোতিয়া জানান, ঘটনার পর দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। “অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাপক অভিযোগ দায়ের করেন। এরপর কৌশলগত অভিযান চালিয়ে অভিযুক্ত আকিলকে গ্রেপ্তার করা হয়। সে খাজরানা এলাকার বাসিন্দা হলেও বর্তমানে আজাদ নগরে থাকে এবং তার বিরুদ্ধে আগেও অপরাধের রেকর্ড রয়েছে।”

তিনি আরও জানান, “ঘটনাটি ২৩ অক্টোবর সকাল ১১টার দিকে ঘটে। ঘটনার ছয় ঘণ্টার মধ্যেই আমরা অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করি। তারা র‍্যাডিসন হোটেল থেকে ক্যাফের দিকে যাচ্ছিলেন।”

মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ) এক বিবৃতিতে গভীর দুঃখ ও নিন্দা প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, “অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড়ের সঙ্গে এই অশোভন আচরণের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। কোনো নারীকে এমন ট্রমার মধ্য দিয়ে যেতে হওয়া উচিত নয়। ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা ও সমর্থন রয়েছে। এই ঘটনা ইন্দোরের ভাবমূর্তি নষ্ট করেছে। আমরা অস্ট্রেলিয়া দলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

অস্ট্রেলিয়া বর্তমানে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেলে তারা শীর্ষস্থান ধরে রাখবে এবং ৩০ অক্টোবর নবি মুম্বাইয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে। তবে হারলে তারা দ্বিতীয় স্থানে নেমে যাবে এবং ২৯ অক্টোবর গৌহাটিতে-তে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনাল খেলতে হবে।

এমআর/সবা