০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে কার্ভাড ভ্যানের চাপায় নিহত ৪, আহত ৪

জামালপুরে কার্ভাড ভ্যানের চাপায় অটোরিক্সার চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। নিহতদের মধ্যে দুজন জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা যান।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর–টাঙ্গাইল সড়কের দিগপাইত ইপিজেড এলাকার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, “দুপুরে জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি কার্ভাড ভ্যান দিগপাইত এলাকায় পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিক্সাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।”

তিনি আরও জানান, “ঘটনাস্থলেই একজন মারা যান। স্থানীয়রা আহত সাতজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত কার্ভাড ভ্যানটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

জামালপুরে কার্ভাড ভ্যানের চাপায় নিহত ৪, আহত ৪

আপডেট সময় : ০৫:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

জামালপুরে কার্ভাড ভ্যানের চাপায় অটোরিক্সার চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। নিহতদের মধ্যে দুজন জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা যান।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর–টাঙ্গাইল সড়কের দিগপাইত ইপিজেড এলাকার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, “দুপুরে জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি কার্ভাড ভ্যান দিগপাইত এলাকায় পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিক্সাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।”

তিনি আরও জানান, “ঘটনাস্থলেই একজন মারা যান। স্থানীয়রা আহত সাতজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত কার্ভাড ভ্যানটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

এমআর/সবা