র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা দলকেও বড় বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবার নারীদের এশিয়ান কাপে জায়গা পেয়েও দিয়েছে চমক। কিন্তু প্রীতি ফুটবল ম্যাচে এশিয়ান কাপের নিয়মিত দল থাইল্যান্ডের কাছে পাত্তা পেলেন না ঋতুপর্ণারা। প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের পর সফরের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা।
ব্যাংককের চোনবুড়ি ইউনিভার্সিটি ফুটবল ট্রেনিং সেন্টারে প্রথমার্ধে ৩-১ গোলে পিছিয়ে থেকে শেষ করে বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে গোলটি করেন শামসুন্নাহার। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে পিটার বাটলারের দল। বড় হারেই শেষ হলো এশিয়ান কাপের প্রথম প্রস্তুতি পর্ব।
এমআর/সবা

























