প্রথম টি–টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে যেতে চাইলে বাংলাদেশকে করতে হবে ১৬৬ রান। সিরিজের প্রথম খেলায় চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সোমবার সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ক্যারিবীয়রা ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে।
দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৬ রান করেন অধিনায়ক শাই হোপ। এছাড়া রোভম্যান পাওয়েল ৪৪ রান যোগ করেছেন। শাই হোপ ও পাওয়েলের ব্যাটিং তাণ্ডবে তিন উইকেটে ১৬৬ রানের লক্ষ্য গড়ে ক্যারিবীয়রা, যা বাংলাদেশকে জয় পেতে ১২০ বলে সংগ্রহ করতে হবে।
ওয়েস্ট ইন্ডিজের উড়ন্ত সূচনা দলের আক্রমণাত্মক পরিকল্পনার ফল, তবে শেষ পর্যন্ত বাংলাদেশকে যথেষ্ট চ্যালেঞ্জিং স্কোরে ব্যাটিং শেষ করতে হয়েছে। লিটনদের সামনে স্পিড ও টেকনিক দুটোই ঠিক রাখতে হবে, যদি তারা সিরিজের প্রথম ম্যাচ জেতে।
রিপোর্ট লেখা পর্যন্ত ১.২ বলে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ১৬ রান।
এমআর/সবা

























