চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ১৬ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা।
ওপেনিং জুটিতে ৫৯ রান করে দলকে শুরুতেই এগিয়ে নেন শেই হোপ ও রোভম্যান পাওয়েল। শেই হোপ ২৮ বলে ৪৬ রান অপরাজিত করেন, যেখানে ৪টি ছক্কা ও একটি চার রয়েছে। রোভম্যান পাওয়েল ২৮ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। ব্রেন্ডন কিংও ৩৬ বলে ৩৪ রান যোগ করেন। লেগ স্পিনার রিশাদ হোসেন প্রথম ব্রেক থ্রু এনে আথানজেকে ফিরিয়ে দেন। এরপর তাসকিন আহমেদ ব্রেন্ডন কিং ও শেরফান রাদারফোর্ডকে ফিরিয়ে বাংলাদেশকে কিছুটা চাপ দিতে সক্ষম হন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই সমস্যায় পড়ে। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে ৬ ওভারে মাত্র ৪২ রান যোগ করতে পারে। তানজিম তামিম ৫ বলে ১৫ রান করেন। লিটন দাস (৫) ও ওপেনার সাইফ হাসান (৮) দ্রুত আউট হয়ে দলের ওপর চাপ বৃদ্ধি করেন। একপ্রান্ত ধরে রাখার চেষ্টা করেন তাওহীদ হৃদয়, ২৫ বলে ২৮ রান করে, কিন্তু তা যথেষ্ট হয়নি।
৭৭ রানে ৬ উইকেট হারানোর পর তানজিম সাকিব ও নাসুম আহমেদ কিছুটা লড়াই দেখালেও হারের ব্যবধান শুধুই কমাতে পেরেছে। সাকিব ২৭ বলে ৩৩ রান করেন, নাসুম ১৩ বলে ২০ রান যোগ করেন। দলের বাকিরা ব্যর্থ হওয়ায় বাংলাদেশ শেষ পর্যন্ত ১৪৯ রানে অলআউট হয়।
বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের পেসার ও স্পিনাররা সমান কার্যকর ছিলেন। জেসন হোল্ডার ও জাইডেন সিলস ৪ ওভারে ৩টি করে উইকেট তুলে নেন। স্পিনার আকিল হোসেন ৪ ওভারে ২ উইকেট নেন। বাংলাদেশের রিশাদ হোসেন ও তাসকিন আহমেদও কিছুটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন।
এমআর/সবা

























