০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল শিশুর লাশ

চট্টগ্রামের ফটিকছড়িতে একই কক্ষ থেকে গৃহবধূ ও তার ১৬ মাস বয়সী কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কের পাশে কামাল ভবনের নিচতলার শয়নকক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম আফরোজা আফরিন (২৬) এবং তার স্বামী ওই এলাকার মো. আনোয়ার। আফরিনের ঝুলন্ত মরদেহ দড়িতে বাঁধা অবস্থায় পাওয়া যায়। আর বিছানায় পড়ে ছিল কন্যাশিশু আতিয়া আয়েশার নিথর দেহ।

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—গৃহবধূ আত্মহত্যার আগে বালিশচাপা দিয়ে তার শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যা করেছেন। ঘটনাস্থল থেকে সুরতহাল শেষে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এমআর/সবা

ওসমান হাদি হত্যায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল শিশুর লাশ

আপডেট সময় : ০৬:৪৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের ফটিকছড়িতে একই কক্ষ থেকে গৃহবধূ ও তার ১৬ মাস বয়সী কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কের পাশে কামাল ভবনের নিচতলার শয়নকক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম আফরোজা আফরিন (২৬) এবং তার স্বামী ওই এলাকার মো. আনোয়ার। আফরিনের ঝুলন্ত মরদেহ দড়িতে বাঁধা অবস্থায় পাওয়া যায়। আর বিছানায় পড়ে ছিল কন্যাশিশু আতিয়া আয়েশার নিথর দেহ।

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—গৃহবধূ আত্মহত্যার আগে বালিশচাপা দিয়ে তার শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যা করেছেন। ঘটনাস্থল থেকে সুরতহাল শেষে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এমআর/সবা