গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগানোর পর চিকিৎসাধীন অবস্থায় রায়হান নামে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে ঢাকার একটি হাসপাতালে বার্ণ ইউনিটে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রায়হান মঙ্গলবার দুপুরে ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুনবাজার এলাকায় পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তার হাত ও পায়ের ত্বকের চামড়া ঝুলে পড়ছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, রায়হান ৮-৯ বছর আগে বিয়ে করেন এবং দুই সন্তানের জনক ছিলেন। কিন্তু তিনি অনলাইন জুয়া ও বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে শাশুড়ির চাপে বিভিন্ন ঘটনার মধ্যে জড়িয়ে পড়েন। স্থানীয় পাড়া প্রতিবেশী ও চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার পেছনে পারিবারিক কলহের বিষয়টি উল্লেখ করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ বলেন, “রায়হান নিজেই ঘটনাটি ঘটিয়েছে।”
এমআর/সবা



















