বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ঐক্যমত কমিশনের জমা দেওয়া “জুলাই জাতীয় সনদ ২০২৫” প্রতারণামূলকভাবে তৈরি হয়েছে এবং বিএনপির সই করা পাতা বদলে দেওয়া হয়েছে। তিনি বলেন, “জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত কোনো পাতা নেই, অথচ অন্য পাতা সংযুক্ত করে কমিশন সনদ জমা দিয়েছে। এটি জনগণের সঙ্গে প্রতারণা।”
রিজভী এই মন্তব্য বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলা বাড়িয়া গ্রামে জন্মান্ধ গফুর মল্লিকের হাতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে করেন। অনুষ্ঠানটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ এর উদ্যোগে আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, “আমরা এখানে রাজনৈতিক মিছিল বা ভোট চাওয়ার জন্য আসিনি। এটি সামাজিক দায়বদ্ধতার অংশ। দেশের বর্তমান পরিস্থিতি—ফ্যাসিবাদী শাসন, গুম-খুন, বিরোধী কণ্ঠরোধ—সত্ত্বেও তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি।”
রিজভী সনদে উল্লেখিত ধারার উদাহরণ দিয়ে বলেন, “৪৭ থেকে ৪৮ ধারা অনুযায়ী দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠনের কথা বলা হয়েছে, যা আমাদের সংবিধানের এককক্ষবিশিষ্ট সংসদের সঙ্গে সাংঘর্ষিক। গণতান্ত্রিক দেশেও সনদ অটোপাশের এ ধরনের বিধান নেই।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব কৃষিবিদ মকছেদুল মোমিন মিঠুন, জেলা বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা।
এমআর/সবা
























