১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৫ হাজার শিশুর অংশগ্রহণে আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জেলায় বেসরকারি পর্যায়ের সর্ববৃহৎ প্রতিযোগিতামূলক ‘আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা’ উৎসবমুখর পরিবেশে শনিবার (১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনী এর আয়োজনে এবং আলোকিত ফেনী ফাউন্ডেশন এর সহযোগিতায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম থেকে অষ্টম শ্রেণির প্রায় পাঁচ হাজারেরও বেশি শিশু শিক্ষার্থী এ আয়োজনে অংশগ্রহণ করে।
ফেনী সরকারি কলেজ, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, সোনাগাজী সরকারি ছাবের ম পাইলট হাই স্কুল, দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, আজিজিয়া ফাজিল মাদরাসা, সিলোনীয়া হাই স্কুল এবং সিলোনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে একযোগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আইউব, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ও জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান।
এ সময় উপস্থিত ছিলেন বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী সরকারি পাইলট আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারাহ দিবা খানম, ব্যবসায়ী ও সমাজসেবক আ.ন.ম আবদুর রহীম, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন, এবং জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি এম. মামুনুর রশিদ।

পরিচালনা কমিটির সভাপতি শাহাদাত হোসেন জানান, ২০১০ সাল থেকে জেলার শিশুদের মধ্যে প্রতিযোগিতামূলক শিক্ষা চর্চা বাড়াতে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর ৫ শতাধিক শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হয়।
তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

৫ হাজার শিশুর অংশগ্রহণে আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

জেলায় বেসরকারি পর্যায়ের সর্ববৃহৎ প্রতিযোগিতামূলক ‘আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা’ উৎসবমুখর পরিবেশে শনিবার (১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনী এর আয়োজনে এবং আলোকিত ফেনী ফাউন্ডেশন এর সহযোগিতায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম থেকে অষ্টম শ্রেণির প্রায় পাঁচ হাজারেরও বেশি শিশু শিক্ষার্থী এ আয়োজনে অংশগ্রহণ করে।
ফেনী সরকারি কলেজ, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, সোনাগাজী সরকারি ছাবের ম পাইলট হাই স্কুল, দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, আজিজিয়া ফাজিল মাদরাসা, সিলোনীয়া হাই স্কুল এবং সিলোনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে একযোগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আইউব, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ও জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান।
এ সময় উপস্থিত ছিলেন বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী সরকারি পাইলট আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারাহ দিবা খানম, ব্যবসায়ী ও সমাজসেবক আ.ন.ম আবদুর রহীম, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন, এবং জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি এম. মামুনুর রশিদ।

পরিচালনা কমিটির সভাপতি শাহাদাত হোসেন জানান, ২০১০ সাল থেকে জেলার শিশুদের মধ্যে প্রতিযোগিতামূলক শিক্ষা চর্চা বাড়াতে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর ৫ শতাধিক শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হয়।
তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এমআর/সবা