লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মাদক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইস্কাপ সিরাপসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তিস্তা ব্যাটালিয়নের বড়খাতা বিওপির টহলদল পূর্ব সারডুবি এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন—মোঃ ফিরোজ আক্তার পলাশ (৪৮), পিতা: মোঃ আব্দুল মান্নান ও মোঃ শরিফুল ইসলাম (২৮), পিতা:আনসারুল ইসলাম। আটকৃত দুই ব্যক্তির বাড়ি নীলফামারী জেলার জলঢাকা থানায়।
বিজিবি জানায়, সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ ভেতরে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে টহলদল তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ৪ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়।
এ ছাড়া তাদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ১টি স্মার্টফোন, ২টি বাটন মোবাইল, ৩টি সিমকার্ড ও ১টি সাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১,৭২,৭৬০ টাকা, যার মধ্যে মোটরসাইকেলের মূল্য ১,৪০,০০০ টাকা।
আটক দুইজনকে উদ্ধারকৃত মালামালসহ হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এমআর/সবা






















