বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের যুব বিভাগের গুরুত্বপূর্ণ পদধারী ও দুর্যোগ–মানবিক সাড়া প্রদান বিভাগের প্রধান মো. রাকিবুল ইসলামকে নীতি–নৈতিকতা এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। দীর্ঘ দিন ধরে জমে ওঠা অভিযোগের যাচাই–বাছাই শেষে সংগঠন তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানায়।
সংগঠন সূত্রে জানা যায়, রাকিবুল ইসলাম নিয়মিত দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে অবহিত না করে এবং কোনো অনুমোদন ছাড়াই বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজে প্রাথমিক রেড ক্রস–রেড ক্রিসেন্ট ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ পরিচালনা করেন। সংগঠন বিষয়টিকে নীতিমালা পরিপন্থী ও কাঠামোগত শৃঙ্খলার প্রতি অগ্রাহাসূচক বলে উল্লেখ করেছে। এছাড়া তাঁর বিরুদ্ধে সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমে অনিয়ম, অফিসের সরঞ্জাম আত্মসাৎ, ইউনিটের ভেতরে বিভাজন ও অস্থিরতা সৃষ্টি এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঙ্গে সমন্বয়হীনভাবে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও ওঠে।
সবচেয়ে গুরুতর অভিযোগ আসে সদস্য সংগ্রহ ফরম ও সার্টিফিকেট জালিয়াতি নিয়ে। অভিযোগ অনুযায়ী, তিনি ১,৫৪০টি সদস্য সংগ্রহ ফরম বাবদ মোট ৭৭,০০০ টাকা সংগ্রহ করলেও একাধিক নোটিশ পাওয়ার পরও তা অফিসে জমা দেননি। পাশাপাশি সংগঠনের বিভিন্ন ইউনিটে অবৈধভাবে সার্টিফিকেট জালিয়াতির অভিযোগও প্রমাণিত হয় বলে তদন্তে জানা যায়। বিষয়টি আর্থিক স্বচ্ছতা, জবাবদিহি এবং নৈতিকতার প্রতি চরম অবহেলার পরিচায়ক বলে উল্লেখ করেছে সংগঠন।
নীতিমালা অনুযায়ী রাকিবুল ইসলামের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিয়ে তাঁকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের ফলে তাঁর সব পদ, দায়িত্ব, ক্ষমতা, সুবিধা এবং পরিচয়পত্র বাতিল করা হয়েছে। তিনি ভবিষ্যতে কোনোভাবেই রেড ক্রিসেন্টের কার্যক্রমে যুক্ত থাকতে পারবেন না।
তদন্ত প্রক্রিয়ায় আরও তিনজনের সংশ্লিষ্টতার বিষয়ও উঠে আসে। তাঁদের বিরুদ্ধে সহায়তা, অনিয়মে সম্পৃক্ততা এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় পৃথক আদেশে সাদিক কবির রামিম, মো. শাকিল হোসেন ও নিজাম উদ্দিনকেও বহিষ্কার করা হয়। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁরা মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। বহিষ্কারাদেশ অনুযায়ী, তাঁরা আর কোনো ইউনিট বা কেন্দ্রীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
রেড ক্রিসেন্টের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাম্প্রতিক বছরগুলোতে যুব বিভাগের কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত হওয়ায় শৃঙ্খলা ও নৈতিকতা রক্ষায় প্রতিষ্ঠান এখন আরও কড়াকড়ি অবস্থানে রয়েছে। তাঁদের মতে, এ ধরনের ব্যবস্থা ভবিষ্যতে অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে। সংগঠন আশা প্রকাশ করেছে, সাময়িক অস্থিরতার মধ্যেও রেড ক্রিসেন্টের মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে আরও শক্তিশালী হয়ে উঠবে।
এমআর/সবা























