রাউজান থানার হত্যা, ডাকাতি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কুখ্যাত ডাকাত শাহ আলমসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, এলজি ও গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ান পাড়ার ২ নম্বর রোড এলাকা থেকে শাহ আলমকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের মৌলভীখীল তিন রাস্তার মোড় থেকে হুমায়ুন উদ্দিন আকাশ ওরফে লেদাইয়াকেও গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, সন্ত্রাসী শাহ আলমকে গ্রেপ্তার করতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন এবং দৌড়ে বাড়ির পাশের আলী কন্ট্রাক্টরের পুকুরে একটি বিদেশি পিস্তল নিক্ষেপ করেন। পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে চারটি দেশীয় এলজি, দুটি কার্তুজ, একটি কার্তুজের খোসা ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
এর পর পুকুর থেকে উদ্ধার করা হয় নিক্ষেপ করা বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি। সিডিএমএস যাচাইয়ে দেখা যায়, শাহ আলমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও অপহরণসহ মোট ৯টি মামলা রয়েছে। এছাড়া হত্যা, ডাকাতি ও অপহরণ মামলায় চারটি ওয়ারেন্টও মুলতবি রয়েছে। তিনি হাটহাজারী থানার ব্যবসায়ী হাকিম হত্যা মামলার অন্যতম প্রধান আসামি এবং গ্রেপ্তারের পর দেওয়া জবানবন্দিতে ওই হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার তথ্য মিলেছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার হুমায়ুন উদ্দিন আকাশের তথ্যে রাউজান থানাধীন মকবুল আহমেদ সওদাগরের বাড়ির মাহবুবুল আলমের টিনের ঘরের পশ্চিম পাশের ঝোপ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এমআর/সবা




















