০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাঙ্গালহালিয়া পাহাড়িকা স্কুলে রঙিন আয়োজনে ‘ক্লাস পার্টি–২০২৫’ উদ্‌যাপন

oplus_2

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া পাহাড়িকা পাবলিক স্কুলে প্লে থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল ‘ক্লাস পার্টি–২০২৫’ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকাল থেকেই শিক্ষার্থীদের উচ্ছ্বাস, হাসি আর বর্ণিল সাজে বিদ্যালয় প্রাঙ্গণ রূপ নেয় এক উৎসবমুখর মিলনমেলায়।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক-শিক্ষার্থীরা। পরে কেক কাটার মধ্য দিয়ে ক্লাস পার্টির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পবিত্র ধর্মগ্রন্থ পাঠ শেষে শুরু হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ উঃ খেমাচারা মহাথের। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

বর্ণিল সাজে শিক্ষার্থীরা পুরো প্রাঙ্গণ মুখরিত করে তোলে। দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সবার মনে দাগ কেটে যায়।

বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে থাকতে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের উন্নতির জন্য অভিভাবকদের সচেতন হয়ে ঘরে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান অতিথিরা।

সমাপনী বক্তব্যে অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি নৈতিকতা ও সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীরা উৎকর্ষ অর্জন করুক—এটাই আমাদের লক্ষ্য। এই ক্লাস পার্টি শিক্ষার্থীদের বন্ধন আরও দৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

বাঙ্গালহালিয়া পাহাড়িকা স্কুলে রঙিন আয়োজনে ‘ক্লাস পার্টি–২০২৫’ উদ্‌যাপন

আপডেট সময় : ০৪:২৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া পাহাড়িকা পাবলিক স্কুলে প্লে থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল ‘ক্লাস পার্টি–২০২৫’ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকাল থেকেই শিক্ষার্থীদের উচ্ছ্বাস, হাসি আর বর্ণিল সাজে বিদ্যালয় প্রাঙ্গণ রূপ নেয় এক উৎসবমুখর মিলনমেলায়।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক-শিক্ষার্থীরা। পরে কেক কাটার মধ্য দিয়ে ক্লাস পার্টির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পবিত্র ধর্মগ্রন্থ পাঠ শেষে শুরু হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ উঃ খেমাচারা মহাথের। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

বর্ণিল সাজে শিক্ষার্থীরা পুরো প্রাঙ্গণ মুখরিত করে তোলে। দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সবার মনে দাগ কেটে যায়।

বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে থাকতে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের উন্নতির জন্য অভিভাবকদের সচেতন হয়ে ঘরে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান অতিথিরা।

সমাপনী বক্তব্যে অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি নৈতিকতা ও সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীরা উৎকর্ষ অর্জন করুক—এটাই আমাদের লক্ষ্য। এই ক্লাস পার্টি শিক্ষার্থীদের বন্ধন আরও দৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।