০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চবিতে জয়পুরহাট জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নবীন বরণ–প্রবীণ বিদায় উৎসব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান করেছে চবি জয়পুরহাট জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদের দ্বিতীয় গ্যালারিতে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাব্বিউল হাসান শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জিলানী ইকুইপমেন্ট সাপ্লাইয়ার্সের প্রোপ্রাইটর হাসান ইমাম টিপু, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক সৈয়দ কামালুর রশিদ তপন, যমুনা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রাইম ওসিয়ান ট্রেড লিমিটেডের এস. আর. হাবিবুর রহমান, বাংলাদেশ পুলিশের কোতোয়ালী থানার এসআই আরিফুল ইসলাম, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের উপব্যবস্থাপক সুলতান মাহমুদ, জিপিএইচ ইস্পাত লিমিটেডের ম্যানেজার আল জাবাহ, বাংলাদেশ ডাক বিভাগের পরিদর্শক ইউসুফ আলী, এ এফ রহমান হল সংসদের ভিপি শাহরিয়ার আহমেদ সোহাগ এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মণ্ডল।

অনুষ্ঠানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের উপব্যবস্থাপক সুলতান মাহমুদ বলেন, “ছাত্র জীবন মজার একটি জীবন। আজ যারা এটি ছেড়ে চলে যাচ্ছেন, তারা বুঝবেন কী অসাধারণ একটি জীবন থেকে তারা বেরিয়ে এলেন। নবীন যারা এসেছ, এখান থেকেই যদি নিজেকে তৈরি করতে না পারো তবে কর্মজীবনে আফসোস থাকবে। সেই আফসোস যেন না থাকে—তাই শুরু থেকেই নিজেকে গড়ে তুলতে হবে। তোমাদের বাবা-মা অনেক আশা নিয়ে এখানে পাঠিয়েছে; তাদের হতাশ করবে না।”

এ এফ রহমান হল সংসদের ভিপি শাহরিয়ার আহমেদ সোহাগ বলেন, “তোমাদের আগমন শুভ হোক—এই কামনা করি। তোমাদের পদচারণায় আলোকিত হবে বিশ্ববিদ্যালয়। জয়পুরহাট থেকে চবিতে পড়ে অনেকেই বড় বড় প্রতিষ্ঠানে গিয়েছেন—তোমরাও বড় হবে, এটাই আমাদের প্রত্যাশা।”

এমআর/সবা

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

চবিতে জয়পুরহাট জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নবীন বরণ–প্রবীণ বিদায় উৎসব

আপডেট সময় : ০৭:২৬:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান করেছে চবি জয়পুরহাট জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদের দ্বিতীয় গ্যালারিতে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাব্বিউল হাসান শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জিলানী ইকুইপমেন্ট সাপ্লাইয়ার্সের প্রোপ্রাইটর হাসান ইমাম টিপু, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক সৈয়দ কামালুর রশিদ তপন, যমুনা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রাইম ওসিয়ান ট্রেড লিমিটেডের এস. আর. হাবিবুর রহমান, বাংলাদেশ পুলিশের কোতোয়ালী থানার এসআই আরিফুল ইসলাম, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের উপব্যবস্থাপক সুলতান মাহমুদ, জিপিএইচ ইস্পাত লিমিটেডের ম্যানেজার আল জাবাহ, বাংলাদেশ ডাক বিভাগের পরিদর্শক ইউসুফ আলী, এ এফ রহমান হল সংসদের ভিপি শাহরিয়ার আহমেদ সোহাগ এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মণ্ডল।

অনুষ্ঠানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের উপব্যবস্থাপক সুলতান মাহমুদ বলেন, “ছাত্র জীবন মজার একটি জীবন। আজ যারা এটি ছেড়ে চলে যাচ্ছেন, তারা বুঝবেন কী অসাধারণ একটি জীবন থেকে তারা বেরিয়ে এলেন। নবীন যারা এসেছ, এখান থেকেই যদি নিজেকে তৈরি করতে না পারো তবে কর্মজীবনে আফসোস থাকবে। সেই আফসোস যেন না থাকে—তাই শুরু থেকেই নিজেকে গড়ে তুলতে হবে। তোমাদের বাবা-মা অনেক আশা নিয়ে এখানে পাঠিয়েছে; তাদের হতাশ করবে না।”

এ এফ রহমান হল সংসদের ভিপি শাহরিয়ার আহমেদ সোহাগ বলেন, “তোমাদের আগমন শুভ হোক—এই কামনা করি। তোমাদের পদচারণায় আলোকিত হবে বিশ্ববিদ্যালয়। জয়পুরহাট থেকে চবিতে পড়ে অনেকেই বড় বড় প্রতিষ্ঠানে গিয়েছেন—তোমরাও বড় হবে, এটাই আমাদের প্রত্যাশা।”

এমআর/সবা