পার্বত্য জেলা রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় ২১ লাখ টাকার বিদেশি সিগারেট পাচারের সময় ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল দাশসহ চারজনকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম। শনিবার (৭ ডিসেম্বর) গভীর রাতে ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের মিতিঙ্গ্যা ছড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন—৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের সদস্য শিমুল দাশ, মো. সাজ্জাদ, মহিবুল ইসলাম এবং রনি তঞ্চঙ্গ্যা। গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই ৩৮ বীর জোনের মিতিঙ্গ্যা ছড়ি সেনা ক্যাম্পের জেসিও মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। শিমুল দাশের ব্যবহৃত গাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়।
জব্দ সিগারেটের মধ্যে রয়েছে—ওরিস ৮ কার্টন (৪০০ প্যাকেট), পেট্রোন ১০ কার্টন ও বেন্সন ৫ কার্টন। আটকরা দীর্ঘদিন ধরে জুরাছড়ি সীমান্ত এলাকা থেকে ভারতীয় পণ্য শুল্ক ফাঁকি দিয়ে এনে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে জানায় পুলিশ।
রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, আটক ৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, রাজস্থলীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে।
এমআর/সবা























