নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান এবং চরজব্বর থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমানের তত্ত্বাবধানে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে ৫৫তম মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথা স্মরণ করা হয়।
ভোরে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ইউএনও আকিব ওসমান ও ওসি মোহাম্মদ লুৎফর রহমান।
এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুবর্ণচর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, মনোরম ফুটবল প্রীতি ম্যাচ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
























