০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি

আবুল খায়ের টোব্যাকো নৈশপ্রহরী তপন হত্যায় রাজারহাটে বিক্ষোভ

আবুল খায়ের টোব্যাকো রাজারহাট ব্রাঞ্চের নৈশপ্রহরী তপন সরকারের হত্যাকাণ্ডের দশ দিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার না হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবারসহ স্থানীয় জনগণ।

এই উদ্বেগের প্রেক্ষিতে সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় রাজারহাটের সর্বস্তরের জনগণের ব্যানারে আবুল খায়ের টোব্যাকো রাজারহাট কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজারহাট থানা চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নিহত তপন সরকারের স্ত্রী ও সন্তান, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহ্লাদ মন্ডল, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা রতন রায় ও সুশীল রায়, সাংবাদিক খন্দকার আরিফসহ অন্যান্যরা। বক্তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে রাজারহাট থানা ব্যর্থ হলে জেলা পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত আন্দোলন কর্মসূচি সম্প্রসারিত করা হবে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর দিবাগত রাতে আবুল খায়ের টোব্যাকো রাজারহাট অফিস কক্ষের ভেতর নৈশপ্রহরী তপন সরকারকে গলা কেটে হত্যা করা হয়। এ সময় অফিস থেকে প্রায় ৪০ লাখ টাকার বেশি অর্থ লুট করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালালেও এখন পর্যন্ত মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি।

কমিশনার সংকটে বেরোবির প্রথম ব্রাকসু নির্বাচনে অনিশ্চয়তা

আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি

আবুল খায়ের টোব্যাকো নৈশপ্রহরী তপন হত্যায় রাজারহাটে বিক্ষোভ

আপডেট সময় : ০৫:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

আবুল খায়ের টোব্যাকো রাজারহাট ব্রাঞ্চের নৈশপ্রহরী তপন সরকারের হত্যাকাণ্ডের দশ দিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার না হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবারসহ স্থানীয় জনগণ।

এই উদ্বেগের প্রেক্ষিতে সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় রাজারহাটের সর্বস্তরের জনগণের ব্যানারে আবুল খায়ের টোব্যাকো রাজারহাট কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজারহাট থানা চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নিহত তপন সরকারের স্ত্রী ও সন্তান, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহ্লাদ মন্ডল, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা রতন রায় ও সুশীল রায়, সাংবাদিক খন্দকার আরিফসহ অন্যান্যরা। বক্তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে রাজারহাট থানা ব্যর্থ হলে জেলা পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত আন্দোলন কর্মসূচি সম্প্রসারিত করা হবে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর দিবাগত রাতে আবুল খায়ের টোব্যাকো রাজারহাট অফিস কক্ষের ভেতর নৈশপ্রহরী তপন সরকারকে গলা কেটে হত্যা করা হয়। এ সময় অফিস থেকে প্রায় ৪০ লাখ টাকার বেশি অর্থ লুট করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালালেও এখন পর্যন্ত মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি।