ফেনীতে বিইআরসি কর্তৃক নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম এ জরিমানা করেন।
সূত্রে জানা গেছে, ফেনী জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম শনিবার দুপুরে ফেনী শহরে ভেজাল বিরোধী অভিযানে বের হয়। এ সময় খাজুরিয়া এলাকার এলপিজি গ্যাস ডিলার মেসার্স ইস্টার্ন ট্রেডিং কর্পোরেশনে গিয়ে দেখা গেছে, বিইআরসি কর্তৃক নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে ১২ কেজির সিলিন্ডার বিক্রি করায় (১২৫৩ টাকার স্থলে ১৪৫০ টাকায়) বিক্রি করায় প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিন আলিম উদ্দিন সড়কে মেয়াদোত্তীর্ণ খদ্যপন্য মজুদ থাকায় মেসার্স হাবিব উল্লাহ খাদ্য বিতানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা পুলিশের একটি টিম সহায়তা করে।
এমআর/সবা





















