০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কলাপাড়ার সহকারী পরিচালক আছাদুজ্জামান খান এবং কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি।

এছাড়া বক্তব্য রাখেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মিজানুর রহমান, প্রতিবন্ধী নারী মিলি বেগম ও জব্বার মুন্সি।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তির যথাযথ ব্যবহার ও মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ের মাধ্যমে একটি সমতাভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে শারীরিক প্রতিবন্ধী, অসহায়, দুস্থ ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের ৪২ জন সদস্যকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে মোট ১ লাখ ৩৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু, রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে পরিচয় ফিরে পেলেন ৮ জুলাই শহীদ

কলাপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

আপডেট সময় : ০৬:২৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কলাপাড়ার সহকারী পরিচালক আছাদুজ্জামান খান এবং কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি।

এছাড়া বক্তব্য রাখেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মিজানুর রহমান, প্রতিবন্ধী নারী মিলি বেগম ও জব্বার মুন্সি।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তির যথাযথ ব্যবহার ও মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ের মাধ্যমে একটি সমতাভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে শারীরিক প্রতিবন্ধী, অসহায়, দুস্থ ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের ৪২ জন সদস্যকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে মোট ১ লাখ ৩৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু, রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।