পার্বত্য অঞ্চলের শান্তি শৃংখলা সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রেখে আত্মামানবতার সেবায় কাজ করে যাচ্ছে নিরলসভাবে। খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বোয়ালখালী ইউনিয়ন এর দূর্গম বুদ্ধপাড়া ও মেরুং ইউনিয়ন এর নয়মাইল এলাকায় শীতার্তদের দীঘিনালা জোনের পক্ষ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(৬ জানুয়ারি) সকালে দীঘিনালা জোনের ৪ই বেংগলের সেনাবাহিনীর পক্ষথেকে দীঘিনালা জোনের জোন কমান্ডার লে: কর্নেল মো:-ওমর ফারূক পিএসসি এর নির্দেশনায় বোয়ালখালী ইউনিয়ন এর দূর্গম বুদ্ধপাড়া ও মেরুং ইউনিয়ন এর নয়মাইল এলাকায় শীতার্তদের দীঘিনালা জোনের পক্ষ শীতবস্ত্র বিতরণ করেন দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো: তৌকির আহমেদ,এসইউপি,পিএসসি। এসময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী।, লে:আজমাঈন আহনাফ বিন খালেদ।
জোনের মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন, স্থানীয় মেম্বার ঝিনু রায় পোমাং ও ভুবন মোহন ত্রিপুরা। এতে নয়মাইল ও বুদ্ধপাড়া এলাকায় দুইশতাধিক অসহায় দুস্থ ও বয়স্কদের মাঝে শীতের কম্বল বিতরন করা হয়।
শু/সবা



















