১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাটখিলের নয়নপুরে প্রবাসীদের বাড়িতে গভীর রাতে ডাকাতির চেষ্টা

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নয়নপুর বাজারসংলগ্ন এলাকায় আমেরিকা ও ইতালি প্রবাসী দুই ব্যক্তির বাড়িতে গভীর রাতে ডাকাতির চেষ্টা হয়েছে। ডাকাতেরা বাড়ির চারপাশ ঘিরে ফেলে সিসি ক্যামেরা ভাঙচুর ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে আতঙ্ক সৃষ্টি করে।

ঘটনাটি ঘটে গতকাল (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর। স্থানীয় সূত্রে জানা যায়, আমেরিকা প্রবাসী মনোয়ারুল ইসলাম বাপ্পি ও ইতালি প্রবাসী মিনহাজ মাহমুদ বাবুর (ভিঙ্গুর বাড়ি) বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে একটি দল গভীর রাতে অবস্থান নেয়।

ডাকাতির চেষ্টাকালে বাড়িতে কোনো পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতরে থাকা নারীরা চিৎকার শুরু করলে ডাকাতেরা বাড়ির চারপাশে স্থাপিত সাতটি সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ সময় তারা ঘরের ভেতরে থাকা নারীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে।

প্রবাসীদের পরিবারের পক্ষ থেকে ফোনে কাউকে বিষয়টি জানাতে কিংবা থানায় খবর দিলে বাড়িতে থাকা নারীদের হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে আমেরিকা প্রবাসী মনোয়ারুল ইসলাম বাপ্পি মুঠোফোনে জানান, ঘটনার সময় পরিকল্পিতভাবে ওয়াইফাই সংযোগ বন্ধ করে দেওয়া হয়, যা থেকে ধারণা করা হচ্ছে—ইন্টারনেট সংযোগ বিষয়ে অভ্যন্তরীণ কেউ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি বলেন, “আমাদের পরিবারের সদস্যরা এখন চরম আতঙ্কের মধ্যে আছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদ

চাটখিলের নয়নপুরে প্রবাসীদের বাড়িতে গভীর রাতে ডাকাতির চেষ্টা

আপডেট সময় : ০৪:৪৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নয়নপুর বাজারসংলগ্ন এলাকায় আমেরিকা ও ইতালি প্রবাসী দুই ব্যক্তির বাড়িতে গভীর রাতে ডাকাতির চেষ্টা হয়েছে। ডাকাতেরা বাড়ির চারপাশ ঘিরে ফেলে সিসি ক্যামেরা ভাঙচুর ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে আতঙ্ক সৃষ্টি করে।

ঘটনাটি ঘটে গতকাল (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর। স্থানীয় সূত্রে জানা যায়, আমেরিকা প্রবাসী মনোয়ারুল ইসলাম বাপ্পি ও ইতালি প্রবাসী মিনহাজ মাহমুদ বাবুর (ভিঙ্গুর বাড়ি) বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে একটি দল গভীর রাতে অবস্থান নেয়।

ডাকাতির চেষ্টাকালে বাড়িতে কোনো পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতরে থাকা নারীরা চিৎকার শুরু করলে ডাকাতেরা বাড়ির চারপাশে স্থাপিত সাতটি সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ সময় তারা ঘরের ভেতরে থাকা নারীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে।

প্রবাসীদের পরিবারের পক্ষ থেকে ফোনে কাউকে বিষয়টি জানাতে কিংবা থানায় খবর দিলে বাড়িতে থাকা নারীদের হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে আমেরিকা প্রবাসী মনোয়ারুল ইসলাম বাপ্পি মুঠোফোনে জানান, ঘটনার সময় পরিকল্পিতভাবে ওয়াইফাই সংযোগ বন্ধ করে দেওয়া হয়, যা থেকে ধারণা করা হচ্ছে—ইন্টারনেট সংযোগ বিষয়ে অভ্যন্তরীণ কেউ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি বলেন, “আমাদের পরিবারের সদস্যরা এখন চরম আতঙ্কের মধ্যে আছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।