ময়মনসিংহের ভালুকা উপজেলায় বোতলজাত এলপিজি গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের নেতৃত্বে সিডষ্টোর বাজারে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানকালে বোতলজাত গ্যাসের ডিলার মেসার্স ব্রাদার্স এন্টারপ্রাইজ এবং খুচরা বিক্রেতা রাকিব ফার্ণিচার অ্যান্ড ইলেকট্রনিক্সকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার মো. ইকবাল হোসেন জানান, এটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৯ ও ৪০ ধারার আওতায় করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শু/সবা




















