০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে বেড়েছে শিক্ষার্থী, নতুন শিক্ষাবর্ষে ৫১ হাজার ৯০০ জন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় শিক্ষার্থী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে মোট ৫১ হাজার ৯০০ জনে উন্নীত হয়েছে।

উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ২২৯টি এবং কেজি ও বেসরকারি বিদ্যালয় ৬৭টি। প্রাক-প্রাথমিক পর্যায়ে ৮ হাজার ৬০০ শিক্ষার্থীর জন্য ২৭,৩৬৪ কপি বই বিতরণ করা হয়েছে। এছাড়া প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে মোট ১,৯৯,৪০০ কপি বই বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে এই শিক্ষাবর্ষে মোট ২,২৬,৭৬৪ কপি পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

শিক্ষক ও অভিভাবকরা জানিয়েছেন, শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোয় পাঠদান কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা সম্ভব হচ্ছে। প্রধান শিক্ষক ফারুক আজম বলেন, “এবার জানুয়ারির আগেই আমরা সকল পাঠ্যবই হাতে পেয়েছি এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ সম্পন্ন হয়েছে। অতিরিক্ত বইয়ের প্রয়োজন হলে উপজেলা পর্যায় থেকে দ্রুত সরবরাহ করা হচ্ছে।”

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসান মুরাদ চৌধুরী জানান, কোনো ধরনের বইয়ের ঘাটতি নেই এবং প্রয়োজনীয় অতিরিক্ত বই গোডাউনে মজুত রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, “সর্বশেষ শিক্ষার্থীর মাঝে শতভাগ পাঠ্যবই বিতরণ করা হয়েছে। এর ফলে ফটিকছড়িতে শিক্ষার মান আগের তুলনায় আরও উন্নত হবে।”

শু/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

ফটিকছড়িতে বেড়েছে শিক্ষার্থী, নতুন শিক্ষাবর্ষে ৫১ হাজার ৯০০ জন

আপডেট সময় : ০৫:৫২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় শিক্ষার্থী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে মোট ৫১ হাজার ৯০০ জনে উন্নীত হয়েছে।

উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ২২৯টি এবং কেজি ও বেসরকারি বিদ্যালয় ৬৭টি। প্রাক-প্রাথমিক পর্যায়ে ৮ হাজার ৬০০ শিক্ষার্থীর জন্য ২৭,৩৬৪ কপি বই বিতরণ করা হয়েছে। এছাড়া প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে মোট ১,৯৯,৪০০ কপি বই বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে এই শিক্ষাবর্ষে মোট ২,২৬,৭৬৪ কপি পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

শিক্ষক ও অভিভাবকরা জানিয়েছেন, শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোয় পাঠদান কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা সম্ভব হচ্ছে। প্রধান শিক্ষক ফারুক আজম বলেন, “এবার জানুয়ারির আগেই আমরা সকল পাঠ্যবই হাতে পেয়েছি এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ সম্পন্ন হয়েছে। অতিরিক্ত বইয়ের প্রয়োজন হলে উপজেলা পর্যায় থেকে দ্রুত সরবরাহ করা হচ্ছে।”

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসান মুরাদ চৌধুরী জানান, কোনো ধরনের বইয়ের ঘাটতি নেই এবং প্রয়োজনীয় অতিরিক্ত বই গোডাউনে মজুত রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, “সর্বশেষ শিক্ষার্থীর মাঝে শতভাগ পাঠ্যবই বিতরণ করা হয়েছে। এর ফলে ফটিকছড়িতে শিক্ষার মান আগের তুলনায় আরও উন্নত হবে।”

শু/সবা