০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ইয়াবাসহ যুবদল নেতাসহ ৩ জন গ্রেফতার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় যুবদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন: মহিউদ্দিন ওরফে মহির মিয়া (৩৮), উদাখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক, জ্যোতিষ চন্দ্র (৩৪), মৃত দীনেশ চন্দ্রের ছেলে,  বারেক মিয়া (৪৪), তাজুল ইসলামের ছেলে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উদাখালী ইউনিয়নের দক্ষিণ কাঠুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ইয়াবা সেবনের সময় তিনজনকে আটক করা হয় এবং তাদের দেহ তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বলেন, “সংগঠনের কোনো নেতা বা কর্মী মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি দুরুল হুদা আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

গাইবান্ধায় ইয়াবাসহ যুবদল নেতাসহ ৩ জন গ্রেফতার

আপডেট সময় : ০৬:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় যুবদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন: মহিউদ্দিন ওরফে মহির মিয়া (৩৮), উদাখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক, জ্যোতিষ চন্দ্র (৩৪), মৃত দীনেশ চন্দ্রের ছেলে,  বারেক মিয়া (৪৪), তাজুল ইসলামের ছেলে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উদাখালী ইউনিয়নের দক্ষিণ কাঠুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ইয়াবা সেবনের সময় তিনজনকে আটক করা হয় এবং তাদের দেহ তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বলেন, “সংগঠনের কোনো নেতা বা কর্মী মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি দুরুল হুদা আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শু/সবা