০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কমলগঞ্জে প্রধান শিক্ষক পারভীন সুলতানার বিদায়ী সংবর্ধনা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুর আলমাছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আবেগঘন পরিবেশে প্রধান শিক্ষক পারভীন সুলতানার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন পারভীন সুলতানার অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সোমা ভট্টাচার্য। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মবশ্বির আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ, আর সঞ্চালনা করেন মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাহীদ আলী।

বক্তারা উল্লেখ করেন, পারভীন সুলতানা শুধু পাঠদানই করেননি, বরং শিক্ষার আলো ছড়াতে নিজের বিয়ের কাবিনে প্রাপ্ত জমি দান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর এই বিরল আত্মত্যাগ কমলগঞ্জের শিক্ষানুরাগী মানুষের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সম্প্রতি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর আয়োজনটি করা হয়।

বিদায়ী বক্তব্যে পারভীন সুলতানা আবেগপ্রবণ হয়ে পড়েন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম ও ছলিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দেবনাথসহ অন্যান্যরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করেন।

অনুষ্ঠানে চিৎলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিরা বেগম এবং দাতা সদস্য চৌধুরী আসিফ ইবনে জামালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

পরিশেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। এক মহৎ প্রাণের বিদায়ে অনুষ্ঠানটি একটি বিষণ্ণ কিন্তু গৌরবোজ্জ্বল আবহে সমাপ্ত হয়।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

কমলগঞ্জে প্রধান শিক্ষক পারভীন সুলতানার বিদায়ী সংবর্ধনা

আপডেট সময় : ০৬:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুর আলমাছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আবেগঘন পরিবেশে প্রধান শিক্ষক পারভীন সুলতানার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন পারভীন সুলতানার অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সোমা ভট্টাচার্য। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মবশ্বির আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ, আর সঞ্চালনা করেন মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাহীদ আলী।

বক্তারা উল্লেখ করেন, পারভীন সুলতানা শুধু পাঠদানই করেননি, বরং শিক্ষার আলো ছড়াতে নিজের বিয়ের কাবিনে প্রাপ্ত জমি দান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর এই বিরল আত্মত্যাগ কমলগঞ্জের শিক্ষানুরাগী মানুষের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সম্প্রতি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর আয়োজনটি করা হয়।

বিদায়ী বক্তব্যে পারভীন সুলতানা আবেগপ্রবণ হয়ে পড়েন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম ও ছলিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দেবনাথসহ অন্যান্যরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করেন।

অনুষ্ঠানে চিৎলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিরা বেগম এবং দাতা সদস্য চৌধুরী আসিফ ইবনে জামালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

পরিশেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। এক মহৎ প্রাণের বিদায়ে অনুষ্ঠানটি একটি বিষণ্ণ কিন্তু গৌরবোজ্জ্বল আবহে সমাপ্ত হয়।

শু/সবা