ফরিদপুরের সদরপুরে যৌথবাহিনীর অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে সদরপুর উপজেলার হাসপাতাল মোড় সংলগ্ন উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুরাতন কোর্ট বিল্ডিংয়ের পরিত্যক্ত টয়লেট থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—একটি ৭.৫ এমএম বোর পিস্তল, এক রাউন্ড গুলি এবং একটি কালো ব্যাগে রাখা চারটি ককটেল। এছাড়া সেখানে কিছু পরিত্যক্ত কাপড়চোপড়ও পাওয়া যায়।
ঘটনার খবর পেয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাওন শরীফসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে টয়লেটের ভেতরে থাকা কাপড়ের পোটলার মধ্যে স্কচটেপে মোড়ানো অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার করে। একই স্থানে একটি পরিত্যক্ত কালো ব্যাগে রাখা চারটি ককটেল পাওয়া যায়।
উদ্ধারকৃত ককটেলগুলো সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট পরীক্ষা করে নিশ্চিত করে যে সেগুলো সক্রিয় ছিল। পরবর্তীতে নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য বোমাগুলো পানিভর্তি বালতিতে ভিজিয়ে রাখা হয়।
ফরিদপুর আর্মি ক্যাম্পের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ককটেল সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধ ও সন্ত্রাস দমনে যৌথবাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শু/সবা




















