০২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এনএসপিতে পদত্যাগ, বএিনপতিে যোগ দিলেন মীর আরশাদুল হক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনএসপি) থেকে মীর আরশাদুল হকের দলবদল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের প্রার্থী ঘোষণার পর এনএসপি থেকে পদত্যাগ করে তিনি বিএনপিতে সদস্য হিসেবে যোগ দিয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে দলীয় ফরম পূরণ করে প্রার্থী হিসেবে বিএনপিতে যোগ দেন মীর আরশাদুল হক।

দলবদলের কারণ ব্যাখ্যা করে মীর আরশাদুল হক বলেন, “আমি মূলত রাষ্ট্রনির্মাণের প্রতিটি খাতে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা দেখতে চাই। এনএসপিতে তা পাইনি। তাই দল থেকে পদত্যাগ করছি। বিএনপির পরিকল্পনা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দেখে প্রার্থী হিসেবে যোগ দিচ্ছি।”

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এনএসপি থেকে পদত্যাগের ঘোষণা দেন এবং বিএনপির রাজনৈতিক অবস্থানের প্রতি সমর্থন জানান।

মীর আরশাদুল হক দীর্ঘদিন ধরে রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এনএসপিতে তিনি কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগর প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

এনএসপিতে পদত্যাগ, বএিনপতিে যোগ দিলেন মীর আরশাদুল হক

আপডেট সময় : ০৭:২৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনএসপি) থেকে মীর আরশাদুল হকের দলবদল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের প্রার্থী ঘোষণার পর এনএসপি থেকে পদত্যাগ করে তিনি বিএনপিতে সদস্য হিসেবে যোগ দিয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে দলীয় ফরম পূরণ করে প্রার্থী হিসেবে বিএনপিতে যোগ দেন মীর আরশাদুল হক।

দলবদলের কারণ ব্যাখ্যা করে মীর আরশাদুল হক বলেন, “আমি মূলত রাষ্ট্রনির্মাণের প্রতিটি খাতে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা দেখতে চাই। এনএসপিতে তা পাইনি। তাই দল থেকে পদত্যাগ করছি। বিএনপির পরিকল্পনা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দেখে প্রার্থী হিসেবে যোগ দিচ্ছি।”

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এনএসপি থেকে পদত্যাগের ঘোষণা দেন এবং বিএনপির রাজনৈতিক অবস্থানের প্রতি সমর্থন জানান।

মীর আরশাদুল হক দীর্ঘদিন ধরে রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এনএসপিতে তিনি কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগর প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন।

শু/সবা