হারুন অর রশিদ, সোনারগাঁ
এদেশের মানুষ সংঘাতের রাজনীতি পছন্দ করে না। বিএনপি এদেশে সংঘাতের রাজনীতি পছন্দ করে। তারা জনগনের জানমাল নিয়ে সব সময় খেলে। তারা এদেশে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই সবাইকে এ ব্যাপারে সজাক থাকতে হবে। স্বাধীনতা বিরোধী চক্র এদেশে আবারও সক্রিয় হয়ে উঠেছে। এদেরকে প্রতিহত করতে হবে। (১১ নভেম্বর)শনিবার সোনারগাঁ বিকেলে উপজেলা মাঠে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি আয়োজিত সোনারগাঁয়ের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভার নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব লিয়াকত হোসেন খোকা এসব কথা বলেন।
সভায় এমপি খোকা বলেন, স্বপ্ন সবাই দেখে। অনেকে দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখে। অনেকের স্বপ্ন বাস্তবায়ন হয়, আবার অনেকের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আমি সবসময় স্বপ্ন দেখি, কিভাবে সোনারগাঁয়ের মানুষ ভালো থাকবে। আমি আল্লাহ পাকের কাছে সবসময় একটা জিনিষই চাই, সেটা হলো সোনারগাঁয়ের মানুষ যেন সব সময় ভালো থাকে। আগামী সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, যারা যেই স্বপ্নই দেখুক না কেন তাদের স্বপ্নই রয়ে যাবে। কখনো তা বাস্তবায়ন হবে না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই এদেশে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যথা সময়ে এদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব লিয়াকত হোসেন খোকাকে পুনরায় এমপি হিসেবে পেতে ১৩০ জন জনপ্রতিনিধি গণ স্বাক্ষর করেছেন। অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বর্তমান ও সাবেক সদস্য ও বিভিন্ন কাউন্সিলররা আগামী সংসদ নির্বাচনে এমপি লিয়াকত হোসেন খোকার পক্ষে কাজ করার অঙ্গীকার করেন এবং এমপি খোকাকে পুনরায় এমপি হিসেবে পেতে তারা গণ স্বাক্ষর করেছেন।
এ সময় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য নুরুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলার প্রধান উপদেষ্টা মিসেস ডালিয়া লিয়াকত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি।
সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির নেতা গরীব নেওয়াজ, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালেব ভূঁইয়া মেম্বার, সোনারগাঁ উপজেলা জাতীয় যুবসংহতি আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, পৌর জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, হাসান ইমাম, মো: মাইনুল ইসলাম মামুন, ইউপি সদস্য নাসির উদ্দিন, গাজী মো. আবুল হোসেন, খন্দকার নজরুল ইসলাম, রিয়াদ ফকির, আব্দুল আউয়াল, মামুন মিয়া, আমিন হোসেন, ওসমান গনি, ফরিদা ইয়াসমিন, জোহুরা বেগম, সাবেক সদস্য হারুন অর রশিদ, মোহাম্বমদ আলী, আবুল বাসেদ প্রমুখ।
খোকা আরো বলেন, বাংলার ঐতিহ্যবাহী রাজধানী সোনারগাঁ। এ সোনারগাঁয়ে অনেক পীর আওলিয়াগন ঘুমিয়ে আছেন। আমি এমপি হওয়ার আগে কেন জানি সোনারগাঁয়ে তেমন কোন উন্নয়ন হয়নি। আমি এমপি হওয়ার পরে চলমান ১০ বছরে সোনারগাঁয়ের ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ব্যাপক উন্নয়ন করেছি। এখনও অনেক উন্নয়ন মুলক কাজ চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ। তিনি আমার কোন চাওয়াই অপূর্ণ রাখেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি যা চেয়েছি, তাই পেয়েছি। প্রধানমন্ত্রীর সুদৃষ্টির কারণে সোনারগাঁয়ে ব্যাপক উন্নয়ন করা সম্ভব হয়েছে।
আমি যদি আবার এমপি হতে পারি তাহলে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে পঞ্চায়েত কমিটি গঠন করবো। সকলের সহযোগিতায় সোনারগাঁকে একটি আধুনিক সোনারগাঁ হিসেবে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় জনপ্রতিনিধিরা বলেন, বিগত ১০ বছরে লিয়াকত হোসেন খোকা সোনারগাঁয়ের স্কুল কলেজ ভবন নির্মাণ, রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট নির্মাণসহ ব্যাপক উন্নয়ন করেছেন। এর আগে খোকার মতো কেউ সোনারগাঁয়ের উন্নয়ন করতে পারেনি। খোকার উন্নয়নের ধারা বাহিকতার জন্য লিয়াকত হোসেন খোকাকে পুনরায় এমপি হিসেবে পেতে চাই।
তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, তুমি কেমন ছেলে? তোমার মা দীর্ঘদিন ধরে অসুস্থ। তুমি বিদেশে বসে থাকো। তোমার মাকে দেখতে তুমি একবারও দেশে আসো না।
তিনি সোনারগাঁবাসীর উদ্দেশ্যে বলেন, পুরো সোনারগাঁয়ের মানুষ আমার পরিবার। সোনারগাঁয়ের মানুষ ভাল থাকলে আমি ভালো থাকি। আমি সব সময় সুন্দর সোনারগাঁ গড়ে তোলার স্বপ্ন দেখেছি। আমি সারা জীবন আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই।























