০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ১০:২৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • 168

বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১লা ডিসেম্বর) বিকাল ৩:০০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের তৃতীয় তলায় অর্থনীতি বিভাগের গ্যালারি রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে তানিয়া চৌধুরীর সঞ্চালনায় সমিতির সভাপতি ওবায়দুল্লাহ তকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: আলমগীর চৌধুরী।

অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ১৫ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ১০ম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের স্মারক প্রদান এবং সম্মানিত অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবীন শিক্ষার্থীরা বক্তব্যের মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করেন এবং সিনিয়র শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন।এরপর অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

বক্তব্যে শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীদের ‘সবাইকে মিলেমিশে থাকার আহ্বান জানান এবং সবাইকে সৎ মানুষ হওয়ার আহ্বান জানান। ‘ অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপস্থিত সবার মাঝে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন পরিচালক ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো: বেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ সমিতির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সানজিদা তন্বীর বিয়ের খবর জানালেন ফেসবুকে নিজের হৃদয়গ্রাহী পোস্টে

বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩

বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১লা ডিসেম্বর) বিকাল ৩:০০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের তৃতীয় তলায় অর্থনীতি বিভাগের গ্যালারি রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে তানিয়া চৌধুরীর সঞ্চালনায় সমিতির সভাপতি ওবায়দুল্লাহ তকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: আলমগীর চৌধুরী।

অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ১৫ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ১০ম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের স্মারক প্রদান এবং সম্মানিত অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবীন শিক্ষার্থীরা বক্তব্যের মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করেন এবং সিনিয়র শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন।এরপর অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

বক্তব্যে শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীদের ‘সবাইকে মিলেমিশে থাকার আহ্বান জানান এবং সবাইকে সৎ মানুষ হওয়ার আহ্বান জানান। ‘ অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপস্থিত সবার মাঝে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন পরিচালক ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো: বেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ সমিতির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।