১০ ডিসেম্বর, ২০২৩ তারিখ (রবিবার) একযোগে দেশের ২৫ টির অধিক বিশ্ববিদ্যালয়ে পুসানের অর্ধযুগ পূর্তি উৎসব পালিত হয়েছে। পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর – বাংলাদেশ (পুসান) নাটোর জেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের একটি সংগঠন। ২০১৭ সালের ১০ই ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর তানভীর আনোয়ারের নেতৃত্বে প্রতিষ্ঠিত এ সংগঠনটি আজ অর্ধযুগ পথচলা পূর্ণ করলো। পুসানের অর্ধযুগ পূর্তি উপলক্ষ্যে পুসান কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী “সবুজ আহমেদ সাগর” এর তত্ত্বাবধানে ২৫ টির অধিক বিশ্ববিদ্যালয়ে আরম্বরপূর্ণভাবে উদযাপিত হয়েছে পুসানের অর্ধযুগ পূর্তি উৎসব। ক্যাম্পাসভিত্তিক আয়োজনগুলোতে কর্মসূচী হিসেবে যুক্ত ছিল “আনন্দ র্যালি, ক্রীড়া প্রতিযোগিতা, কেক কাটা, সাংগঠনিক আড্ডা ও বার্বিকিউ পার্টিসহ নানা আয়োজন। এছাড়াও পুসানের অর্ধযুগ পূর্তি উৎসবকে স্মরণীয় করে রাখতে “নাটোর জেলা সমিতি – ঢাকা”-র সহযোগিতায় ৩৩ জন শিক্ষার্থীকে এককালীন ৫০০০/- টাকা হারে মোট ১ লক্ষ ৭০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে দিনব্যাপী।
পুসান ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক সবুজ আহমেদ সাগর জানান “পুসান দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নাটোর জেলার শিক্ষার্থীদের একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করে রাখার চেষ্টা করছে প্রতিনিয়ত। আজকের দিনটিতে দেশের অন্যতম বৃহৎ এই সংগঠনটি তার পথচলার দীর্ঘ ছয়টি বছর সম্পন্ন করলো। আমরা চেষ্টা করেছি গৌরবের ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসবটিকে পুসানের ইতিহাসে চিরস্মরণীয় করে রাখার। দেশের যেই ক্যাম্পাসে একজন হলেও নাটোর জেলার শিক্ষার্থী রয়েছে, সেই ক্যাম্পাসেই আমরা চেষ্টা করেছি পুসানের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবটি উদযাপন করার। ইতোমধ্যে আমরা ২৫টির অধিক বিশ্ববিদ্যালয়ে পুসান প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবটি পালন করেছি, যার মধ্যে উল্লেখযোগ্য ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস, এছাড়াও মেডিকেল কলেজগুলোর মধ্যে খুলনা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, নওগাঁ মেডিকেল কলেজ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, রংপুর মেডিকেলসহ আরও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান।”

























