০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বই উৎসবে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বছরের প্রথম সকালেই কুষ্টিয়ার প্রথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে পৌঁছে গেছে বই। জেলার প্রতিটি স্কুলে স্কুলে এই বই উৎসবে সামিল হয়েছে লাখো শিক্ষার্থী। হাতে নতুন বই পেয়ে তাই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টায় কুষ্টিয়া জিলা স্কুলে কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা শিক্ষার্থীদের হাতে তুলে দেন বই।
এ সময় শিক্ষার্থী ছাড়াও বই উৎসবে সামিল হন অভিভাবকরাও। নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা।
নতুন বছরের শুরুতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে যথাক্রমে ১৩ ও ২৯ লাখ বই বিতরণ করা হয়। যেহেতু নতুন কারিকুলাম প্রণয়ন করা হয়েছে, সেহেতু নতুন কারিকুলামে ৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
তিনি বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীদের পাঠদানের বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
জনপ্রিয় সংবাদ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ছাড়াল দুই লাখ ২৭ হাজার

কুষ্টিয়ায় বই উৎসবে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৬:৩৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
বছরের প্রথম সকালেই কুষ্টিয়ার প্রথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে পৌঁছে গেছে বই। জেলার প্রতিটি স্কুলে স্কুলে এই বই উৎসবে সামিল হয়েছে লাখো শিক্ষার্থী। হাতে নতুন বই পেয়ে তাই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টায় কুষ্টিয়া জিলা স্কুলে কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা শিক্ষার্থীদের হাতে তুলে দেন বই।
এ সময় শিক্ষার্থী ছাড়াও বই উৎসবে সামিল হন অভিভাবকরাও। নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা।
নতুন বছরের শুরুতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে যথাক্রমে ১৩ ও ২৯ লাখ বই বিতরণ করা হয়। যেহেতু নতুন কারিকুলাম প্রণয়ন করা হয়েছে, সেহেতু নতুন কারিকুলামে ৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
তিনি বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীদের পাঠদানের বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।