০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সূবর্ণচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন

নোয়াখালী জেলার সুবর্ণচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও প্রকৃত ভূমিহীনদের জায়গা বন্দোবস্ত দেয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে অসহায় ভূমিহীন ও ভুক্তভোগী পরিবার। বিভিন্ন সময় প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। গতকাল সকালে সুবর্ণচর উপজেলা চর জুবলী ইউনিয়নের চর ব্যাগা  গ্রামের ভূমিহীদের জমিতে মানববন্ধনে শত শত ভূমিহীন পরিবারের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে ভূমিহীনরা অভিযোগ করে বলেন, প্রভাবশালীরা এলাহী প্রজেক্ট নামে দীর্ঘদিন তাদের তৈরি করা ভূমি জোর পূর্বক দখল করে রেখেছে, একাধিকবার মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ করেও কোনো প্রতিকার পাননি তারা। ভূমিদস্যুরা অবৈধভাবে কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ও তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নামে বেনামে ভূমিহীনদের বাড়ি ঘর, মসজিদের জায়গা, ডোবা, নালা, ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা, ভূমিহীনদের দীর্ঘদিনের দখলীয় জায়গা অবৈধ বন্দোবস্ত দেয়। কিন্তু প্রকৃত ভূমিহীনরা কোনো বন্দোবস্ত পায়নি বলে দাবি করেন। ভূমিদস্যুরা এ পর্যন্ত বহু পরিবারের প্রায়  ২০০ একর ভূমি রেকর্ড করে নিয়ে যায় বলে জানান।

ভূমিদস্যুদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা ও উপযুক্ত শাস্তি প্রদানের জন্য  ভূক্তিভোগীরা প্রধানমন্ত্রী,  নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা প্রশাসক, নোয়াখালী পুলিশ সুপার, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার, ভূমি কর্মকর্তা এবং চরজব্বর থানাসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূমিহীন নেতা হাসেম, নাজমা বেগম, আংকুরি, ফাতেমা খাতুন মফিজুর রহমান,  ভূমিহীন নেত্রী আমেনা বেগম, ছকিনা,  ভুক্তভোগী কুলসুম প্রমুখ।

 

জনপ্রিয় সংবাদ

সূবর্ণচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন

আপডেট সময় : ০৯:০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪

নোয়াখালী জেলার সুবর্ণচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও প্রকৃত ভূমিহীনদের জায়গা বন্দোবস্ত দেয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে অসহায় ভূমিহীন ও ভুক্তভোগী পরিবার। বিভিন্ন সময় প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। গতকাল সকালে সুবর্ণচর উপজেলা চর জুবলী ইউনিয়নের চর ব্যাগা  গ্রামের ভূমিহীদের জমিতে মানববন্ধনে শত শত ভূমিহীন পরিবারের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে ভূমিহীনরা অভিযোগ করে বলেন, প্রভাবশালীরা এলাহী প্রজেক্ট নামে দীর্ঘদিন তাদের তৈরি করা ভূমি জোর পূর্বক দখল করে রেখেছে, একাধিকবার মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ করেও কোনো প্রতিকার পাননি তারা। ভূমিদস্যুরা অবৈধভাবে কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ও তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নামে বেনামে ভূমিহীনদের বাড়ি ঘর, মসজিদের জায়গা, ডোবা, নালা, ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা, ভূমিহীনদের দীর্ঘদিনের দখলীয় জায়গা অবৈধ বন্দোবস্ত দেয়। কিন্তু প্রকৃত ভূমিহীনরা কোনো বন্দোবস্ত পায়নি বলে দাবি করেন। ভূমিদস্যুরা এ পর্যন্ত বহু পরিবারের প্রায়  ২০০ একর ভূমি রেকর্ড করে নিয়ে যায় বলে জানান।

ভূমিদস্যুদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা ও উপযুক্ত শাস্তি প্রদানের জন্য  ভূক্তিভোগীরা প্রধানমন্ত্রী,  নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা প্রশাসক, নোয়াখালী পুলিশ সুপার, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার, ভূমি কর্মকর্তা এবং চরজব্বর থানাসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূমিহীন নেতা হাসেম, নাজমা বেগম, আংকুরি, ফাতেমা খাতুন মফিজুর রহমান,  ভূমিহীন নেত্রী আমেনা বেগম, ছকিনা,  ভুক্তভোগী কুলসুম প্রমুখ।