কুষ্টিয়ায় ৪টি সংসদীয় আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। জেলা ও উপজেলার ৫৭৮টি ভোট কেন্দ্রে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। কঠোর নিরপাপত্তার মধ্যে দিয়ে এসব সরঞ্জাম নিয়ে যান প্রিজাইডিং অফিসার ও তাদের সহকারীরা। তবে, দুর্গম তিনটি ইউনিয়নে ব্যালটও পাঠানো হয়েছে ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে।
আজ শনিবার (৬ জানুয়ারি) কুষ্টিয়ায় ৪টি সংসদীয় আসনে এ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা এহেতেশাম রেজা সবুজ বাংলাকে বলেন, বাকিসব ব্যালট পাঠানো শুরু হবে ভোটের দিন ভোর সাড়ে ৩টা থেকে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেছেন, পুলিশ-র্যাবের পেট্রল, মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্যান্ডবাই ফোর্স কাজ করছে। ৪ দিন ধরে পুলিশের কেন্দ্রভিত্তিক পেট্রল চলছে। তিনি বলেন, নিরাপত্তার কোন ঘাটতি নেই। সবাই নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারবেন।


























