গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আ.লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বিপুল ভোটে ৪ বারের মতো নির্বাচিত হয়ে অসুস্থ শরীর নিয়ে শুভেচ্ছা জানাতে ছুটে এলেন জগন্নাথপুরে। জবাবে উৎফুল্লিত জগন্নাথপুরবাসীও ফুলেফুলে বরণ করলেন নব-নির্বাচিত সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে। এতে বিজয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মন্ত্রী ও উপস্থিত জনতা।
৮ জানুয়ারি সোমবার জগন্নাথপুরে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেন, আমি প্রথমেই জগন্নাথপুর উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সকল পর্যায়ের দলীয় নেতাকর্মী, প্রবাসীবন্ধুগণ সহ সর্বস্তরের মানুষ আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে পুরস্কৃত করেছেন। ভোটের মাধ্যমে আপনারা ন্যায় বিচার করেছেন। তাই আমি যতোদিন বেঁচে আছি, আপনাদের সেবা করে যাবো। আমি আপনাদের দেয়া ভোটের মর্যাদা রাখবো এবং উন্নয়ন কাজের মাধ্যমে প্রতিদান দেয়ার চেষ্টা করবো। তাই উন্নয়ন বাস্তবায়নে অতীতের মতো আগামীতেও আমি আপনাদের সহযোগিতা চাই। আগামীতে সবার আগে আমি দরিদ্র মানুষের জন্য বেশি কাজ করবো।
মন্ত্রী আরো বলেন, দেশের মানুষ উন্নয়ন চায়। দেশের উন্নয়নের নায়ক হলেন শেখ হাসিনা। নির্বাচনে ভোটের মাধ্যমে দেশের মানুষ তা প্রমাণ করেছেন। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশ নিয়ে ভোট প্রদানের মাধ্যমে জনগণ বিএনপিকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছেন।
সুনামগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, মন্ত্রীপুত্র শাহদাত মান্নান অভি ও জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমূখ।
এতে উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আনহার মিয়া, আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, আশারকান্দি ইউপি চেয়ারম্যান মো,আইয়ূব খান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি সহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা সকল পর্যায়ের দলীয় নেতাকর্মী, প্রবাসী নেতৃবৃন্দ, সাংবাদিকগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। পরে মিষ্টি বিতরণ করা হয়।
শিরোনাম
জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছেন : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান
-
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় : ০৪:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
- ।
- 128
জনপ্রিয় সংবাদ






















