ঢাকা থেকে প্রকাশিত দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার রংপুর বিভাগীয় ব্যুরো অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে এই অফিস করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারী) রাত ৮ টায় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক। সভাপতিত্ব করেন দৈনিক তৃতীয় মাত্রার সম্পাদক ও প্রকাশক রবিন সিদ্দিকি। শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্রিকাটির সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তৈয়বুর রহমান তামিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন , সৈয়দপুর পৌর আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সৈয়দপুর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলতাফ হোসেন, দৈনিক প্রথম আলো সৈয়দপুর ও পার্বতীপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর কাইটস একাডেমির সহকারী শিক্ষিকা মোছা. শারমিন আক্তার। এতে আরও উপস্হিত ছিলেন লন্ডন ইউনিভারসিটির লেকচারার রবিন সিদ্দীকির একমাত্র কন্যা ড: হলি সিদ্দীকি এবং রবিন সিদ্দীকির সহধর্মনী।
প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় সৈয়দপুর-কিশোরগঞ্জের উন্নয়ন করতে চাই। এজন্য খুব শীঘ্রই সৈয়দপুর রেলওয়ে মেডিকেল কলেজ এবং আঞ্চলিক বিমানবন্দরের জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। এজন্য সকলের সহযোগিতা এবং দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার উন্নতি কামনা করেন।
অনুষ্ঠান শেষে যাদু প্রদর্শন করেন উত্তরাঞ্চলের বিখ্যাত যাদুশিল্পী সৈয়দপুরের কৃতি সন্তান মনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার জেলা উপজেলা প্রতিনিধিগণ এবং সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
























