০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার

বন্দরনগরী চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন – মো. মনির হোসেন (৩০) এবং মো. জমির উদ্দিন ওরফে লিটন (২৯)।
গত শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে নিউমার্কেট মোড়ের ট্রাফিক বক্সের পশ্চিম পাশে ফুটপাতের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
মো. মনির হোসেন কুমিল্লা তিতাস ৪ নম্বর ইউনিয়নের খরইকান্দি ভূঁইয়া বাড়ির মো. নাজিম উদ্দিনের ছেলে। এবং জমির উদ্দিন চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের মো. নেজামের ছেলে। তারা নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনিতে ভাড়া বাসায় থাকেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক এই প্রতিবেদককে জানান, তাদেরকে সন্দেহজনকভাবে নিউমার্কেট মোড়ের ট্রাফিক বক্সের পশ্চিম পাশে ফুটপাতের উপর থেকে আটক করা হয়। পরে তাদের কথা সন্দেহজনক মনে হওয়ায় দেহ তল্লাশি চালালে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের মোট ২৭টি মোবাইল সেট পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে এলপি গ্যাসের হাহাকার

চট্টগ্রামে ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৩:৫০:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
বন্দরনগরী চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন – মো. মনির হোসেন (৩০) এবং মো. জমির উদ্দিন ওরফে লিটন (২৯)।
গত শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে নিউমার্কেট মোড়ের ট্রাফিক বক্সের পশ্চিম পাশে ফুটপাতের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
মো. মনির হোসেন কুমিল্লা তিতাস ৪ নম্বর ইউনিয়নের খরইকান্দি ভূঁইয়া বাড়ির মো. নাজিম উদ্দিনের ছেলে। এবং জমির উদ্দিন চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের মো. নেজামের ছেলে। তারা নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনিতে ভাড়া বাসায় থাকেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক এই প্রতিবেদককে জানান, তাদেরকে সন্দেহজনকভাবে নিউমার্কেট মোড়ের ট্রাফিক বক্সের পশ্চিম পাশে ফুটপাতের উপর থেকে আটক করা হয়। পরে তাদের কথা সন্দেহজনক মনে হওয়ায় দেহ তল্লাশি চালালে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের মোট ২৭টি মোবাইল সেট পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।