হবিগঞ্জ জেলার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)। হবিগঞ্জের লাখাই থানার হেলারকান্দি এলাকায় জমি চাষাবাদ নিয়ে বিরোধের জেরে খুন হন বধুলাল দাস।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- হবিগঞ্জের লাখাই থানার চরগাঁও গ্রামের মৃত জবান উল্লার ছেলে বাবুল মিয়া (৩৫) এবং তার ছেলে করিম মিয়া (২২)।
গত শনিবার চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এবং চট্টগ্রামের হাটহাজারী থানার মদুনাঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, বধুলাল দাস হবিগঞ্জ জেলার লাখাই থানার হেলারকান্দি এলাকার বাসিন্দা। তিনি হাওরে জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। আসামি বাবুল এবং তার অন্যান্য সহযোগীরা বধুলালের প্রতিবেশী। দীর্ঘদিন তাদের মধ্যে জমি চাষাবাদ নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। তার সূত্র ধরে বৃহস্পতিবার রাত ১টার দিকে বধুলাল দাস একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাঠালকান্দি এলাকায় বাবুল মিয়া ও তার ছেলে করিম মিয়াসহ সহযোগীদের নিয়ে বধুলাল দাশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে এই ঘটনায় মামলা হলে আসামিরা আত্মগোপনে চলে যায়।

























