বাস চালককে পুলিশের মারধরের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রংপুর মটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এসময় তীব্র যানজট সৃষ্টি হলে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।
আজ বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে রংপুরের প্রবেশমুখ ঢাকা রংপুর মহাসড়কের মডার্ন মোড়ে মহাসড়ক অবরোধ করে মটর শ্রমিক ইউনিয়ন। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, মডার্ন মোড়ে সড়কের পাশে বাস রেখে যাত্রী ওঠানো হচ্ছিল।
এ সময় এক পুলিশ সদস্য গাড়িটি এগিয়ে নেয়ার কথা বলে ওই বাস চালককে। চালক বাসটি এগিয়ে না নেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে বাস চালককে মারধর করেন ওই পুলিশ সদস্য। এসময় উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। পরে ক্ষুব্ধ শ্রমিকরা এক জোট হয়ে রাস্তার মাঝখানে গাড়ি রেখে প্রতিবাদ করেন। এতে যানজট সৃষ্টি হলে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। মেট্রোপলিটন তাজহাট থানার ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে অভিযুক্ত পুলিশ সদস্যকে থানা থেকে সরিয়ে দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ ঘটনাস্থলে এসে অবরোধ তুলে নেওয়ার আহবান করেন। প্রায় ৩০ মিনিট পর ক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ তুলে নেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মো. মেনহাজুল আলম সবুজ বাংলাকে বলেন, সড়কের ওপর গাড়ি রাখা নিয়ে তাজহাট থানার এক পুলিশ সদস্যের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে সমাধান হওয়ায় অবরোধ তুলে নেন শ্রমিকগণ।























