০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সংখ্যালঘু নির্যাতন : পীতাম্বরবশী গ্রাম পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পীতাম্বরবশী গ্রাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা ও পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম (বার)। বুধবার দুপুর ২ টার দিকে তারা পীতাম্বরবশী গ্রাম ঘুরে ঘুরে পরিদর্শন করেছেন। এসময় কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে গ্রামবাসীকে আশ্বস্ত করে জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা বলেছেন, ‘আতঙ্ক ও ভয়ের কোনো কারণ নেই। প্রশাসন সব সময় আপনাদের সাথে ছিল এবং আছে। আপনারা সবাই মিলেমিশে বসবাস করছেন, বিভেদ ভুলে মিলেমিশেই থাকবেন।’ এসময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহযোগীতার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাতে নির্বাচনের ফল ঘোষণার পর মিছিল বের করে কুষ্টিয়া-৪ আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এসময় কুমারখালীর পান্টি ইউনিয়নের পীতাম্বরবশী গ্রামের কয়েকটি হিন্দুবাড়িতে হামলা–ভাংচুর ও বেশ কয়েকজনকে মারধর করা হয়। এরপর এলাকা থেকে পালিয়ে যাওয়া দুটি পরিবারের একটি ফিরলেও, অন্যটির দুই সদস্য এখনো পলাতক রয়েছেন। গ্রামটিতে প্রায় ৭০টির মতো হিন্দু পরিবার রয়েছে।
জনপ্রিয় সংবাদ

সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সংখ্যালঘু নির্যাতন : পীতাম্বরবশী গ্রাম পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

আপডেট সময় : ০৩:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পীতাম্বরবশী গ্রাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা ও পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম (বার)। বুধবার দুপুর ২ টার দিকে তারা পীতাম্বরবশী গ্রাম ঘুরে ঘুরে পরিদর্শন করেছেন। এসময় কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে গ্রামবাসীকে আশ্বস্ত করে জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা বলেছেন, ‘আতঙ্ক ও ভয়ের কোনো কারণ নেই। প্রশাসন সব সময় আপনাদের সাথে ছিল এবং আছে। আপনারা সবাই মিলেমিশে বসবাস করছেন, বিভেদ ভুলে মিলেমিশেই থাকবেন।’ এসময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহযোগীতার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাতে নির্বাচনের ফল ঘোষণার পর মিছিল বের করে কুষ্টিয়া-৪ আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এসময় কুমারখালীর পান্টি ইউনিয়নের পীতাম্বরবশী গ্রামের কয়েকটি হিন্দুবাড়িতে হামলা–ভাংচুর ও বেশ কয়েকজনকে মারধর করা হয়। এরপর এলাকা থেকে পালিয়ে যাওয়া দুটি পরিবারের একটি ফিরলেও, অন্যটির দুই সদস্য এখনো পলাতক রয়েছেন। গ্রামটিতে প্রায় ৭০টির মতো হিন্দু পরিবার রয়েছে।