০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীপুরে স্ত্রীকে হত্যার দায়ে পলাতক স্বামী গ্রেফতার

গাজীপুর জেলার শ্রীপুরে স্ত্রী রিপাকে (২০) শ্বাসরোধ করে হত্যার ঘটনায় পলাতক আসামী স্বামী মনিরুল ইসলামকে (৩০) আড়াই মাস পর সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। বুধবার (১৭ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২ টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা এলাকা থেকে গ্রেফতার করে।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সন্ধ্যায় র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মনিরুল ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আবু বাহার সরকারের ছেলে। সে তার স্ত্রীকে গেল বছরের ০৮ নভেম্বর দিবাগত রাতের কোনো এক সময় শ্বাসরোধ করে হত্যার পর বাইরে থেকে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। নিহত রিপা আক্তার (২০) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কানিয়াকান্দি গ্রামের মনির হোসেনের স্ত্রী। সে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার জনৈক বৃষ্টি আক্তারের বাড়িতে ভাড়া নিয়েথেকে স্থানীয় গোল্ডেন পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা সবুজ বাংলাকে জানান, হত্যার আগেরদিন সকালে স্থানীয়রা স্বামী-স্ত্রী দুজনকে একসঙ্গে দেখতে পায়। পাশের ঘরের ভাড়াটিয়া জেসমিন আক্তার তাদের ঘরে দেখে কারখানায় চলে যায়। ওনদিন দুপুরে জেসমিন রিপাকে ফোন করলে তার ফোন বন্ধ পায়। কারখানা থেকে রাত সাড়ে ৮টায় বাসায় এসে বাইরে থেকে ঘর তালাবদ্ধ দেখতে পায় জেসমিন। দরজার নিচ দিয়ে লাশ দেখে ডাকাডাকি শুরু করলে স্থানীয়রা ৯৯৯ ফোন দিলে পুলিশ তালাবদ্ধ ঘরের খাটের ওপর থেকে পোশাক শ্রমিক রিপা আক্তারের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের মা রুবি খাতুন (৫৫) বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা (মামলা নং-০৬) দায়ের করেন। পরবর্তীতে র‌্যাব-১ এবং র‌্যাব-১২ হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামী ভিকটিমের স্বামী মনিরুল ইসলামকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে ছায়া তদন্ত শুরু করে। পরে বুধবার (১৭ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২ টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা এলাকা থেকে ঘাতক মনিরুল ইসলামকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী মনিরুল ইসলাম র‌্যাবের কাছে স্বীকার করেছে সে তার স্ত্রী রিপাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান সবুজ বাংলাকে জানান, গ্রেফতার মনিরুল ইসলামকে আগামী শুক্রবার (১৯ জানুয়ারী) গাজীপুর আদালতে পাঠানো হবে।

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে এলপি গ্যাসের হাহাকার

শ্রীপুরে স্ত্রীকে হত্যার দায়ে পলাতক স্বামী গ্রেফতার

আপডেট সময় : ০৮:৩১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪

গাজীপুর জেলার শ্রীপুরে স্ত্রী রিপাকে (২০) শ্বাসরোধ করে হত্যার ঘটনায় পলাতক আসামী স্বামী মনিরুল ইসলামকে (৩০) আড়াই মাস পর সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। বুধবার (১৭ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২ টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা এলাকা থেকে গ্রেফতার করে।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সন্ধ্যায় র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মনিরুল ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আবু বাহার সরকারের ছেলে। সে তার স্ত্রীকে গেল বছরের ০৮ নভেম্বর দিবাগত রাতের কোনো এক সময় শ্বাসরোধ করে হত্যার পর বাইরে থেকে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। নিহত রিপা আক্তার (২০) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কানিয়াকান্দি গ্রামের মনির হোসেনের স্ত্রী। সে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার জনৈক বৃষ্টি আক্তারের বাড়িতে ভাড়া নিয়েথেকে স্থানীয় গোল্ডেন পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা সবুজ বাংলাকে জানান, হত্যার আগেরদিন সকালে স্থানীয়রা স্বামী-স্ত্রী দুজনকে একসঙ্গে দেখতে পায়। পাশের ঘরের ভাড়াটিয়া জেসমিন আক্তার তাদের ঘরে দেখে কারখানায় চলে যায়। ওনদিন দুপুরে জেসমিন রিপাকে ফোন করলে তার ফোন বন্ধ পায়। কারখানা থেকে রাত সাড়ে ৮টায় বাসায় এসে বাইরে থেকে ঘর তালাবদ্ধ দেখতে পায় জেসমিন। দরজার নিচ দিয়ে লাশ দেখে ডাকাডাকি শুরু করলে স্থানীয়রা ৯৯৯ ফোন দিলে পুলিশ তালাবদ্ধ ঘরের খাটের ওপর থেকে পোশাক শ্রমিক রিপা আক্তারের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের মা রুবি খাতুন (৫৫) বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা (মামলা নং-০৬) দায়ের করেন। পরবর্তীতে র‌্যাব-১ এবং র‌্যাব-১২ হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামী ভিকটিমের স্বামী মনিরুল ইসলামকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে ছায়া তদন্ত শুরু করে। পরে বুধবার (১৭ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২ টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা এলাকা থেকে ঘাতক মনিরুল ইসলামকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী মনিরুল ইসলাম র‌্যাবের কাছে স্বীকার করেছে সে তার স্ত্রী রিপাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান সবুজ বাংলাকে জানান, গ্রেফতার মনিরুল ইসলামকে আগামী শুক্রবার (১৯ জানুয়ারী) গাজীপুর আদালতে পাঠানো হবে।