- জেলায় এখন বই মিলেনি চাহিদার প্রায় ৩৩ শতাংশ
- পিছিয়ে পড়ার শঙ্কা শিক্ষার্থীদের
- সংকট সমাধানে দ্রুত পদক্ষেপের দাবি অভিভাবকদের
পহেলা জানুয়ারি সারা দেশের সঙ্গে রাজশাহীতেও উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে শুরু হয় নতুন কারিকুলামে পাঠদান। কিন্তু এ জেলায় এখন বই মিলেনি চাহিদার প্রায় ৩৩ শতাংশ। ক্লাস শুরু ১৮ দিন পার হয়ে গেলে সমস্ত বই না পাওয়ায় শিক্ষার্থদের পাঠদান ব্যাহত হচ্ছে। তাই বই সংকটের কারণে নতুন শিক্ষা কারিকুলামের মূল্যায়নে শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার শঙ্কা শিক্ষার্থী-অভিভাবকদের। নির্দিষ্ট সময়ে বই না পেয়ে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বই সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
জেলা শিক্ষা অফিসের একটি তথ্যমতে অষ্টম ও নবম শ্রেণিতে বই পৌঁছেছে চাহিদার ৭৭ শতাংশ। তবে জেলাজুড়ে বিভিন্ন শ্রেশির ৩৩ শতাংশ বই এখন বকি। জেলার বিভিন্ন স্কুল ঘুরে এ তথ্য জানা গেছে। যদিও জেলা শিক্ষা অফিস বলছে, বই যা এসেছে তাই বিতরণ করা হয়েছে। আরও বই আসছে।
তথ্যসুত্রে জানাগেছে, ষষ্ঠ শ্রেণিতে জেলায় মোট বইয়ের চাহিদা ছয় লাখ ৬৪ হাজার ৩৩০। গত ১৫ দিনে চাহিদার বিপরীতে বই পেয়েছে ছয় লাখ তিন হাজার ৩০। এখনও পৌঁছায়নি ৯ শতাংশ বই।
৭ম শ্রেণিতে জেলায় মোট বইয়ের চাহিদা ছয় লাখ ৮৬ হাজার ৬৮০। গত ১৫ দিনে জেলায় বই পৌঁয়েছে ছয় লাখ ৩৭ হাজার ৯৪৫। এখনও পৌঁছায়নি সাত শতাংশ বই। এরমধ্যে জেলার পুঠিয়া, বাগমারা ও চারঘাট উপজেলায় ২১ শতাংশ বই এখনও আসেনি।
অষ্টম শ্রেণিতে জেলায় মোট বইয়ের চাহিদা ছয় লাখ ৮৪ হাজার ৯৯০। গত ১৫ দিনে বই পৌঁয়েছে পাঁচ লাখ ২৯ হাজার ৬১০। এখনও পৌঁছায়নি ২৩ শতাংশ বই। এরমধ্যে রাজশাহীর চারঘাট উপজেলা ৪৩ শতাংশ বই এখনও আসেনি। এ উপজেলার চাহিদা ছিল ৫৬ হাজার ৭০০টি। বর্তমানে বই পেয়েছে ৩২ হাজার ৪০০টি।
৯ম শ্রেণিতে জেলায় মোট বইয়ের চাহিদা ছয় লাখ ৮৯ হাজার ২১৫। গত ১৫ দিনে বই পৌঁছেছে পাঁচ লাখ ২৮ হাজার ৯২০। এখনও পৌঁছায়নি ২৩ শতাংশ বই। এরমধ্যে সবচেয়ে কম বই পেয়েছে বাগমারা উপজেলার শিক্ষার্থীরা। উপজেলার ৬৫ শতাংশ বই এখনও আসেনি। এ উপজেলার চাহিদা ছিল এক লাখ ৩৯ হাজার ৫০০। বর্তমানে বই পেয়েছে ৪৯ হাজার ৪০০। জেলা বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বেশ কিছু বই এখনও হাতে পাইনি। বিশেষ করে অষ্টম ও নবম শ্রেণির বই বাকি।
রাজশাহী কলিজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. নূরজাহান বেগম বলেন, আমাদের এখানে মাঝে মাঝেই বই আসছে। সেগুলো বিতরণ করা হচ্ছে। তবে এখনও অষ্টম ও নবম শ্রেণির দু-তিনটি করে বই বুঝে পাইনি। এবিষয়ে রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন বলেন, আমরা যা বার্তা পেয়েছিলাম তাতে ১৫ তারিখের মধ্যেই সব বই চলে আসার কথা। এখন যেটুকু এসেছে সেটুকুই। বাকি বই আসছে। তবে জেলায় মোট কত শতাংশ বই এসেছে সেটি জেনে জানাতে হবে। কিছু দিনের মধ্যেই সব বই চলে আসবে।


























