লালমনিরহাটের হাতীবান্ধায় ভ্যান চালক মানিকুল ইসলামের নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ রবিবার (২১ জানুয়ারি) দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদের প্রবেশ দ্বারের সামনে লালমনিরহাট-বুুড়িমারী মহাসড়কে দাঁড়িয়ে মানববন্ধন করেন, সন্ত্রাসীদের হাতে নিহত মানিকুলের সিংগীমারী গ্রামের বাসিন্দা সহ উপজেলার সর্বস্তরের জনগণ। এ সময় নিহত মানিকুলের ছেলে ও স্ত্রী প্লেকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন।
প্রসঙ্গত, উপজেলার সিংগীমারী গ্রামের ডাঙাপাড়ার আব্দুস সাত্তারের ছেলে ভ্যান চালক মানিকুল একটি ভ্যান চুরির ঘটনায় নিখোঁজ ছিল। গত ১৯ জানুয়ারী বিকেলে ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জের একটি ভুট্টা ক্ষেত থেকে স্থানীয়দের সহযোগিতায় মানিকুলের মস্তকবিহীন দেহ ও পরের দিন দুপুরে একই এলাকার দালাল পাড়ায় গর্ত থেকে মস্তক ও হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে হাতীবান্ধা থানা পুলিশ।
হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধনে মানিকুলের স্ত্রী শাকিলা আর্তনাদ করে বলেন, হত্যাকান্ডের ৪৮ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত আসামী গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। আমি আমার স্বামীর খুনিদের ফাঁসি চাই।
মানববন্ধনে মানিকুলের পরিবারের লোকজনসহ বক্তব্য প্রদান করেন, গ্রীন ভয়েস হাতীবান্ধা শাখার উপদেষ্টা আজিজুল বারী, জেলা যুবকদের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সবুজ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম প্রমুখ।






















