একদিন বিরতির পর আজ আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট। আজও দুটো ম্যাচ। প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকা মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। এ ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। এ ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স।
আজ মাঠে নামা চারটি দলের মধ্যে একটা মিল রয়েছে। চারটি দলই এরই মধ্যে জয়ের দেখা পেয়েছে। দুর্দান্ত ঢাকা হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। ফরচুন বরিশাল হারিয়েছে রংপুর রাইডার্সকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হারিয়েছে সিলেট স্টাইকার্সকে। আর খুলনা টাইগার্স হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। অন্য দলগুলোর আর দ্বিতীয় ম্যাচ হলেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তৃতীয় ম্যাচ আজ। এ দলটির সাফল্য ও ব্যর্থতা সমানে সমান। দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে, একটিতে হেরেছে।
বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার বিপক্ষে প্রথম ম্যাচে জয় পাওয়ায় ঢাকা এখন আত্মবিশ্বাসী। তাদের দুই ওপেনার দাসুনকা গুনাথিলাকা ও মোহাম্মদ নাইম প্রথম ম্যাচে আস্থার জবাব দিয়েছেন। অসাধারণ ব্যাটিং করেছিলেন তারা। আজও সেই ধারাবাহিকতা তারা ধরে রাখতে চাইবেন এটাই স্বাভাবিক। দাসুনকা গুনাথিলাকা ও মোহাম্মদ নাইম অসাধারণ ব্যাটিং করে প্রথম উইকেটে ১০১ রানের জুটি গড়েছিলেন। দারুণ ঝড় তুলেছিলেন নাইম। ৪০ বলে করেছিলেন ৫২ রান। তিনটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে।
ঢাকার শুধু ব্যাটাররা নয় বোলাররা আস্থার প্রতিদান দিয়েছেন। প্রথম ম্যাচে তো শরিফুল ইসলাম আগুন ঝড়িয়েছেন। সে আগুনে পুড়ে ঝাঝড়া হয় কুমিল্লার তিন ব্যাটার। সঙ্গী হিসেবে পেয়েছিলেন তাসকিন আহমেদকে। দুই পেসারের আগুনে পুড়েছিল কুমিল্লার ব্যাটারা। তাসকিনের শিকার ছিল দুই উইকেট।
চট্টগ্রাম অবশ্য প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে ঠিকই জয়ের ট্র্যাকে ফিরেছে। তাদের ব্যাটাররা এখনো ছন্দ পায়নি। ফলে জয়ের জন্য বোলারদের ওপর নির্ভর করতে হচ্ছে। বোলাররা অবশ্য সেই দায়িত্ব ভালোভাবে পালন করে চলেছেন। বিশেষ করে আগের ম্যাচে খুলনার বিপক্ষে অসাধারণ বোলিং করেছেন। ৪ ওভারে মাত্র ১২ রানে ৪ উইকেট নিয়েছিলেন। এছাড়া ফাহিম আশরাফ নিয়েছিলেন ৩ উইকেট। ফলে ব্যাটাররা আজও ব্যর্থ হলেও বোলারদের এগিয়ে আসতে হবে। অন্যথায় আবার জয়ের ট্র্যাক থেকে ছিটকে যাওয়ার শঙ্কা থাকবে তাদের সামনে।
দারুণ একটা ম্যাচ হতে চলেছে আজ সন্ধ্যায়। গতকাল পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল মুখোমুখি। জয়ের ধারা ধরে রাখার বিষয়টি তো রয়েছেই তার সঙ্গে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখার লড়াই। এ ম্যাচের জয়ী দলটা হয়তো পয়েন্ট টেবিলের নেতৃত্বে থাকবে। অন্যদিকে হারা দলটিকে নিচের দিকে নেমে যেতে হতে পারে। তামিম ইকবালের বরিশালকে নেতৃত্ব দিচ্ছে। ব্যাট হাতেও নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে তার দলের ব্যাটাররা অবশ্য প্রথম ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেনি। বোলাররা সেই ব্যর্থতা পুষিয়ে দিয়েছিল। খালেদ আহমেদ নিয়েছিলেন ৪ উইকেট, মেহেদি হাসান মিরাজের শিকার ছিল দুই উইকেট। আজ নিঃসন্দেহে সেই ব্যর্থতা থেকে বের হয়ে আসার চেষ্টা করবেন বরিশালের ব্যাটাররা।


























