নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে স্বর্ণের নৌকা দিয়ে গণ-সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
আজ সোমবার (২২ জানুয়ারি) সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সার্বিক ব্যবস্থপনা ও তত্বাবধানে হাজার হাজার জনগণ ও নেতাকর্মীদের উপস্থিতিতে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে স্বর্ণের নৌকা পড়িয়ে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কায়সার হাসনাত বলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের আপনাদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম আমার ছোট ভাই। আমি মাসুমকে সাথে নিয়েই অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করি। বিগত ১০ বছরে পিছিয়ে পড়া সোনারগাঁকে আগামী ৫ বছরের মধ্যে উন্নয়ন করে স্মার্ট সোনারগাঁ গড়ে তুলবো এটা আমার চ্যালেঞ্জ। তিনি বলেন আপনারা আমাকে বিপুল ভোটে এমপি বানিয়েছেন এখন আমার দায়িত্ব হলো আপনাদের সুখে শান্তিতে রাখা, অবকাঠামো উন্নয়ন করা। সেজন্য আমার সাথে পিরোজপুর ইউনিয়নের প্রতিটি নেতাকর্মীরও দায়িত্ব আমার সাথে আপনাদের ভালো রাখার দায়িত্ব এবং সোনারগাঁয়ে সর্ব সাধারনের উন্নয়ন লক্ষে কাজ করা ও সোনারগাঁকে মাদক মুক্ত করা আমার সাথে আপনাদেরও দায়িত্ব।
আওয়ামী লীগের দলছুটদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা আওয়ামী লীগের মুজিব কোর্ট পরে দলের সঙ্গে বেঈমানি করেছে তাদের চিহ্নিত করে দূরে রাখা হয়েছে। তরুণ প্রজন্ম ও ত্যাগীদের নিয়ে আগামীতে পুনরায় এই উপজেলাকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে প্রধানমন্ত্রীকে উপহার দেব।
মাদক চাঁদাবাজ ও ভূমিদস্যুদের সতর্ক করে তিনি আরও বলেন, আওয়ামী লীগে কোনো ভূমিদস্যু, চাঁদাবাজ ও মাদক কারবারি এবং সন্ত্রাসীদের জায়গা হবে না। ইতোমধ্যেই তাদের নামের তালিকা করা হচ্ছে। হঠাৎ করেই দেখবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কায়সার হাসনাত আরও বলেন, বিগত ১০ বছরে পিছিয়ে পড়া সোনারগাঁকে আগামী ৫ বছরের মধ্যে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। আপনারা আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। এখন আমার দায়িত্ব আপনাদের সুখে শান্তিতে রাখা, অবকাঠামো উন্নয়ন করা। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আকবর মেম্বার, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম-আহবায়ক ডাক্তার আতিক উল্লাহ, জাতীয় শ্রমিকলীগ মেঘনা শিল্পাঞ্চল শাখার যুগ্ম-আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য এমএ হালিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ ও আবু সাইদ এবং পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মেদ আলী তানভীরসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্য, মহিলা সদস্য ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
স/মিফা






















