আত্মপরিচয় ও নিজেকে জানার মাধ্যম হলো বই। এই প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠার শেকড় সম্পর্কে জানা যাবে সাংবাদিক ও গবেষক কাজল রশীদ শাহীনের প্রকাশিত বই ‘বাংলাদেশের নবজাগরণ ও মুসলিম সাহিত্য সমাজ’র পরতে পরতে। তরুণ প্রজন্মের ভাবনার জায়গায় নাড়া দিবে আরেকবার, খুলবে বহুমাত্রিক চিন্তার দুয়ার।
গবেষণালব্ধ এই বইয়ে অন্বেষা, অবলোকন ও তত্ত্বের পরখে জানা যাবে আমাদের ইতিহাস ও ঐতিহ্য কিংবা সাধনা, সংগ্রাম আর সাহসের গল্প। একইসাথে পাওয়া যাবে আমাদের চিরাচরিত বিচিত্র জীবনের বয়ান।
অমর একুশে বইমেলায় শিল্পী নির্ঝর নৈঃশব্দ্যের করা নান্দনিক প্রচ্ছদে বইটি বাজারে হাজির করছে কালের ধ্বনি প্রকাশন।
স/মিফা


























